স্পোর্টস ডেস্ক : গত দুইবছরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ গড়ের মালিক এখন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এই সময়ে কমপক্ষে ১০ ম্যাচ খেলা প্লেয়ারদের মধ্যে তামিমের গড় ৭৩.৮৮।
এছাড়া ২০১৫ বিশ্বকাপের পর থেকে সর্বোচ্চ ব্যাটিং গড়ে তামিম ইকবাল আছেন দ্বিতীয়তে। আর প্রথম স্থানে রোহিত শার্মা।অন্যদিকে গত দুই বছরের সর্বোচ্চ গড়ের তালিকায় তামিম আছেন দ্বিতীয় স্থানে আর যেখানে প্রথম স্থান দখল করে রেখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
গত ৪ বছরের পরিসংখ্যান হিসাবে তামিম আছেন পঞ্চম অবস্থানে৷ এক্ষেত্রেও শীর্ষে কোহলি। তারপর আছেন যথাক্রমে ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের রস টেইলর ও ভারতের রোহিত শর্মা।
উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপের পর তামিমের ব্যাটিং গড় ৫৮ যেটা কিনা বিশ্বকাপের আগের তামিমের ব্যাটিং গড়ের প্রায় দুইগুন।