বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০১৯, ০৫:০৩:১২

এক টাইগারকে নিয়েই ভারতের মাথাব্যথা

এক টাইগারকে নিয়েই ভারতের মাথাব্যথা

স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের লক্ষ্য ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি খেলতে মাঠে নামছে বাংলাদেশ। আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে সাতটায় রাজকোটে ম্যাচটি হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল।

এর আগে দল নিয়ে চলছে নানা বিচার-বিশ্লেষণ। তবে সব কিছুকে ছাড়িয়ে ভারতের চিন্তার নাম এখন বাংলাদেশি লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ম্যাচ শুরুর আগে ভারতীয় গণমাধ্যমগুলো যেন তার রহ'স্যই ভেদ করতে ম'রিয়া।

এদিকে সদ্য টি২০’র অভিষেক টিকিট পাওয়া বিপ্লব এরিমধ্যে বল হাতে জৌলস দেখিয়েছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি২০’তে জ্ব'লেছেন আপন মহিমায়। তিন ওভারের স্পেলে ২২ রান দিয়ে তুলে নেন দুটি মুল্যবান উইকেট। শুরুতে লোকেশ রাহুলকে মাহমুদউল্লাহর হাতের ক্যাচ বানিয়ে ফেরান সাজঘরে। এরপর শ্রেয়াস আইয়ারকে কোনো কিছু বুঝে উঠার আগে প্যাভিলিয়েনের পথে পাঠান বিপ্লব।

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে এই বিপ্লবই হতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদের তুরু'পের তাস। এ বছরের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে নেমেই চমকে দেন বিপ্লব। ঘূর্ণিতে ১৮ রান দিয়ে দখলে নেন দুই উইকেট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে