রবিবার, ০১ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪০:১২

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে লড়াই কাকে বলে দেখিয়ে দিলেন ইয়াসির শাহ

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে লড়াই কাকে বলে দেখিয়ে দিলেন ইয়াসির শাহ

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেডের ড্রেসিং রুম থেকে মাঠে নেমে এসেছিল পাকিস্তান দল। মাঠে ইতিহাস গড়ছেন ইয়াসির শাহ। তা আরও কাছ থেকে দেখতেই বুঝি এই নেমে আসা! সতীর্থদের হতাশ করেননি ইয়াসির, হতাশ করেননি পাকিস্তানের সমর্থকদেরও। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ারই ঘরে আটে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন এ লেগ স্পিনার! অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ৫৮৯ রানের পাহাড় মাথায় নিয়ে কাল ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। ৬ উইকেটে ৯৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল তারা। উইকেটে ছিলেন বাবর আজম ও ইয়াসির। 

আজ তৃতীয় দিনে বাবরের দুর্ভাগ্য মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে সপ্তম উইকেটে বাবর-ইয়াসিরের ১০৫ রানের লড়াকু জুটি অনেকটা পথ এগিয়ে দিয়েছে পাকিস্তানকে। ৯৭ রানে বাবর মিচেল স্টার্কের শিকার হওয়ার পর একাই বুক চিতিয়ে লড়াই করছেন ইয়াসির। ২১৩ বলে ১১৩ রান করে আউট হন তিনি। 

বাবর আজম বাদে পাকিস্তানের টপ অর্ডার এবং মিডল অর্ডার মিলে খেলেছেন যেখানে ১৩২ বল, ইয়াসির সেখানে দুই শ-র বেশি বল খেলে তো উদাহরণই সৃষ্টি করলেন। ব্যক্তিগত ৮০ রানে থাকতে অস্ট্রেলিয়া নতুন বল নিয়ে স্টার্ক-হ্যাজলউড দিয়ে আউট করার চেষ্টা করেছে ইয়াসিরকে। কিন্তু চোস্ত ব্যাটসম্যানদের মতোই তাদের সামলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ইয়াসির। 

এ প্রতিবেদন লেখার সময় ৩০২ রানে প্রথম ইনিংসে অলআউট হয় পাকিস্তান। সফরকারি দলকে আবারও ব্যাটিংয়ে অর্থাৎ ফলোঅনে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। নবম উইকেটে পেসার মোহাম্মদ আব্বাসকে নিয়ে আরেকটি লড়াই উপহার দিয়েছেন ইয়াসির। 

নবম উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে গড়েছেন ৮৭ রানের জুটি। শেষ পর্যন্ত ৭৮ বলে ২৯ রান করে আউট হন এ পেসার। ইয়াসির আউট হয়েছেন ১১৩ রানে। এ দুজনের লড়াই নিশ্চিতভাবেই প্রেরণা জোগাবে পাকিস্তানের টপ অর্ডারকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে