বুধবার, ০৪ ডিসেম্বর, ২০১৯, ১১:০৬:১৬

নিজের নাম প্রত্যাহার করে নিলেন মুশফিকুর রহিম

নিজের নাম প্রত্যাহার করে নিলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: এই মাসের ১৯ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়া প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। এবারের আইপিএলের প্লেয়ার ড্রাফটের জন্য নিবন্ধন করছেন ৭১৩ জন ভারতীয় ক্রিকেটার ছাড়াও নিবন্ধন করেছেন ২৫৮ জন বিদেশি ক্রিকেটার।

আইপিএলে বাংলাদেশের থেকে নিবন্ধন করেছেন মাত্র ৬ জন ক্রিকেটার। ফিক্সিংয়ের তথ্য গোপন রাখার কারণে আন্তর্জাতিক ক্রিকেট সহ সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তাই সাকিবকে ছেড়ে দিয়েছে তার পুরনো দল হায়দ্রাবাদ।

নিজেদের পুরোনো খেলোয়াড় রিটেইন ও রিলিজ করে দেওয়ার পর আসন্ন আইপিএলে সব দল মিলিয়ে কিনতে পারবে মাত্র ৭৩ জন ক্রিকেটার। কিন্তু নিবন্ধন করেছেন ৯১৩ জন ক্রিকেটার। ফলে আইপিএলের ১৩ তম আসরের নিলাম যে বেশ উত্তেজনাপূর্ণ হবে আগেই আঁচ পাওয়া যাচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলাম তালিকায় নিজের নাম দেননি বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে ঠিক কী কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি, এটি এখনও জানা যায়নি।

মুশফিক সরে দাঁড়ালেও মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকারের নাম আছে নিলাম তালিকায়।

গত ৩০ নভেম্বর খেলোয়াড়দের নাম নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। যেখানে তালিকাভুক্ত করা হয় ৯৭১ জন খেলোয়াড়কে।

তালিকাভুক্ত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ৭১৩ জন ভারতীয় এবং ২৫৮ জন বিদেশি ক্রিকেটার। এই ৯৭১ জন ক্রিকেটার নিয়ে আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।

আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আইপিএলের দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারের তালিকা জমা দেবে। সেই তালিকায় নাম থাকা ক্রিকেটারদের পরবর্তীতে নিলামে রাখা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে