 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
স্পোর্টস ডেস্ক: পিঠের ই'নজু'রির কারণে দীর্ঘদিন ধরেই ক্রিকেটে বাইরে আছেন বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন সাইফউদ্দিন।
ইনজুরির কারণে ভারত সফর ও চলতি বঙ্গবন্ধু বিপিএলে খেলা হচ্ছে না সাইফউদ্দিনের। অন্যদিকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোর কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
সাইফউদ্দিন ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও সাকিবকে পাবেন না। সাকিবকে খুব মিস করছেন তিনি। সাইফউদ্দিন বলেন, ‘উনার কেমন লাগছে জানি না। আমার খুব খারাপ লাগছে। উনাকে মিস করছি। হয়তো আর এক-দুই মাস পর আমি মাঠে ফিরতে পারব। উনাকে মিস করব টিম মেট বা বড় ভাই হিসেবে। অনুপ্রেরণা হিসেবে, সব দিক থেকেই উনাকে মিস করব।’
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                