শনিবার, ১১ জানুয়ারী, ২০২০, ০২:২৬:২৩

নাম বলা যাবে না, বউয়ের মানা আছে: জামাল ভূঁইয়া

নাম বলা যাবে না, বউয়ের মানা আছে: জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সম্প্রতি বিয়ে করেছেন। স্ত্রী পড়াশোনা করছেন জার্মানিতে, এখনো তার পুরো পরিচয় প্রকাশ করেন নি জামাল ভূঁইয়া এমনকি নিজের স্ত্রীর নামটাও জানাননি তিনি।

১০ জানুয়ারি, শুক্রবার সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বললেন, ‘নাম বলা যাবে না। বউয়ের মানা আছে’।বিবাহিত জামাল আর অবিবাহিত জামালের মধ্যে পার্থক্য কি? জানাতে চাইলে জামাল বলেন, ‘আগে আমার বউ ছিল না। এখন আমার বউ আছে। আর কোনো পার্থক্য নাই।

তিনি আরও বলেন, তিনি চান চারটি সন্তান আর তার বউ চান দুটি। জামালের বউ জার্মানিতেই পড়াশুনা করছেন, কম্পিউটার সায়েন্সে। নতুন বউয়ের পরীক্ষা চলছে। তাই তাকে ছেড়েই বঙ্গবন্ধু গোল্ডকাপ খেলতে বাংলাদেশে আসতে হয়েছে জামাল ভুইয়ার। পরীক্ষা শেষ হলে হয়তো বউকে দেশে নিয়ে আসবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে