বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ১০:৪৭:৪৯

রাসেলের ২ চার ও ৭ ছয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি পূর্ণ করে ফাইনালে রাজশাহী

রাসেলের ২ চার ও ৭ ছয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি পূর্ণ করে ফাইনালে রাজশাহী

চলতি বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। এই ম্যাচে যে দল জিতবে তারা দ্বিতীয় দল হিসেবে বিপিএলের ফাইনাল নিশ্চিত করবে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করে চট্টগ্রাম। ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সাঝঘরে ফিরেন ওপেনার আফিফ। রুবেলের বলে গুনারত্নের হাতে ক্যাচ দিয়ে ২ রান করে ফিরেন তিনি।

এরপর ৬ রান করে ফিরেন আরেক ওপেনার লিটন। রান আউটের শি'কার হয়ে সাঝঘরে ফিরেন তিনি। এরপর একে একে উইকেট হা'রাতে থাকে রাজশাহী। কাপালি ৯, শোয়েব মালিক ১৪, নাওয়াজ ৮ রান করে ফিরেন। ইরফান শুক্কুর ৪৫ রান করেন। রাব্বি ০, ফরহাদ রেজা ৬ রান করে ফিরেন।

এদিকে ব্যাট হাতে তাণ্ডব চালান আন্দ্রে রাসেল। তিনি ২২ বলে ২ চার ও ৭ ছয়ে দুর্দান্ত হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তার অপরাজিত ৫৪ রানে ভর করে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো রাজশাহী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে