বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৪৫:২৬

নাগিন ডান্সের পর এবার হাতা'হাতি, বাংলাদেশের স্বভাবই এমন : সৈয়দ আলী

নাগিন ডান্সের পর এবার হাতা'হাতি, বাংলাদেশের স্বভাবই এমন : সৈয়দ আলী

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। বাংলাদেশ যুব দলের প্রশংসায় মেতেছে গোটা বিশ্ব। কিন্তু এদিকে কেবল পিছিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশের স'মালো'চনা করেছেন পাকিস্তানের অনেক সাংবাদিক। এবার সে তালিকায় নাম লেখালেন সাওয়েরা পাশা চ্যানেলের আলোচক সৈয়দ আলী। 

তিনি বলেন, 'বাংলাদেশ জিতেছে ঠিক আছে। কিন্তু তারা এটা কীভাবে করলো? ভারতের মতো একটি দল, যারা একটি সিনিয়র দল ও ৪ বারের চ্যাম্পিয়ন দল তাদের সাথে এই ধরনের আ'ক্র'মণ করা কতটুকু ঠিক ছিলো? আমার কাছে মোটেও ভালো লাগেনি ভারতের মত একটি দলের সাথে তাদের এই আচরণ কীভাবে করলো।'

সৈয়দ আলী আরো বলেন, 'কত অসাধারণ ক্রিকেট খেলেছে ভারত। হ্যা আমি জানি আকবর আলী ম্যাচ শেষে সরি বলেছে কিন্তু সরি বললেই এই ধরনের আচরন কোনভাবে মেনে নেওয়া যায়না মোটেও। শুধু এটা না, বাংলাদেশের স্বভাবই এমন। এর আগেও নিদাহাস ট্রফিতে তাদের নাগিন নাচ, টেস্টেও তাদের আবু জায়েদের উইকেটের পর উদযাপন এটা মনে হয় বাংলাদেশিদের স্বভাবই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে