বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ১০:২৭:০৭

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে চাচ্ছে না কোনো প্রতিষ্ঠান!

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হতে চাচ্ছে না কোনো প্রতিষ্ঠান!

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। একের পর এক ব্য'র্থতার মধ্য দিয়েই যেতে হচ্ছে দলকে। এর মধ্যে এবার স্পন্সর নিয়ে সম'স্যায় পড়তে হয়েছে জাতীয় দলকে। চলতি বছরের ৩১ জানুয়ারি ইউনিলিভারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন স্পন্সর পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্সের কারণেই স্পন্সর পাচ্ছে না বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, ''এটি আমাদের জন্য বি'ব্র'তকরই। এর আগে আমরা বরং অন্য রকমই দেখেছি। অবশ্য জাতীয় দলের বাজে পারফরম্যান্সই এর মূল কারণ হতে পারে। ২০১৫-র বিশ্বকাপ থেকে জাতীয় দল দারুণ পারফর্ম করতে শুরু করার পর স্পন্সরদের হু'ম'ড়ি খেয়েই পড়তে দেখেছি আমরা। এখন মুখ ফিরিয়ে নেয়াকে তাই বা'জে পারফরম্যান্সের ফলই ধরতে হবে।''

নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চু'ক্তি বা'তিল করে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। এরপর মাশরাফি-সাকিবদের স্পন্সর হয়েছিল বহুজাতিক কোম্পানি ইউনিলিভার পণ্য 'লাইফবয়'। আর ইউনিলিভারের সঙ্গে বিসিবির চুক্তি মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে