বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১১:৪৬:২৫

করোনা চিকিৎসায় ডাক্তার-নার্সদের ৫০০ পিপিই দিলেন মাশরাফি

 করোনা চিকিৎসায় ডাক্তার-নার্সদের ৫০০ পিপিই দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: প্রাণঘা'তী করোনা ভাইরাস আ'ক্রা'ন্ত রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার ও নার্সদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক হলো পিপিই বা পার্সোনাল প্রটেকশন ইকোয়েপমেন্ট। এমন গুরুত্বপূর্ণ পোশাক দেশের সকল হাসপাতালে সরবরাহ করতে সক্ষম হয়নি সরকার। সে কারনে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সরবরাহ করছেন।

এবার নিজ আসন নড়াইলে ব্যক্তিগত উদ্যোগে ৫০০ পিপিই সরবরাহ করেছেন নড়াইল-২ আসনে এমপি ও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিকে সংসদ সদস্য মাশরাফী নিজ জেলা নড়াইলের ডাক্তার, নার্স, হাসপাতাল স্টাফ, পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবীদের জন্য নিজ উদ্যোগে ৫০০ সেট পিপিই সরবরাহ করেছেন। যার মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন স্হানীয় চিকিৎসকরা।

তাছাড়া করোনা মো'কাবেলা নিজেদের বেতনের ৫০ শতাংশ টাকা সরকারী তহবিলে দান করছেন জাতীয় দলের ২৭ ক্রিকেটার। তাদের মধ্যে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অংশগ্রহণ করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে