শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১২:১২:৫৪

করোনা ভাইরাসে চাকরিচ্যুতরা আমার রেস্টুরেন্টে বিনামূল্যে খেতে পারবেন: আলিম দার

করোনা ভাইরাসে চাকরিচ্যুতরা আমার রেস্টুরেন্টে বিনামূল্যে খেতে পারবেন: আলিম দার

স্পোর্টস ডেস্ক: প্রা'ণঘা'তী করোনা ভাইরাসের প্র'ভাবে শুধুমাত্র মানুষই ম'রছে না; বিনোদন, ক্রীড়া এবং ব্যবসা-বাণিজ্যে এর নে'তিবাচক প্র'ভাব পড়েছে। অনেক সেক্টরেই ব্যবসা বাণিজ্য একেবার ধ'সে পড়েছে। বা'ধ্য হয়ে কম্পানিগুলো কর্মী ছাঁ'টাই করছেন। পাশাপাশি সকল দোকান ব'ন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ চাকরি হা'রিয়েছেন। এমতাবস্থায় তাদের পাশে দাঁড়ালেন আলিম দার।

ইতিমধ্যে পু'রো বিশ্বের মতো পাকিস্তানেও ছ'ড়িয়ে পড়েছে করোনাভাইরাস। দেশটির সরকার ইতোমধ্যেই বিভিন্ন সত'র্কতা জা'রি করেছে। ৩৮৮ ম্যাচে দায়িত্ব পালন করা বহুল বিত'র্কিত এবং আলো'চিত এই পাকিস্তানি আম্পায়ার করোনা ভাইরাসের ফলে চাকরি হা'রানো ব্যক্তিদের জন্য নিজের রেস্টুরেন্ট ‘আলিম দার ডিলাইট’ উন্মু'ক্ত করে দিয়েছেন। চাকরিচ্যু'তরা তার রেস্টুরেন্টে বিনামূল্যে খেতে পারবেন।

আজ সোশ্যাল সাইটে এই ঘোষণা দিয়ে আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার বলেছেন, ‘আমাদের সাধারণ মানুষের সহায়তা ছাড়া সরকার একা এই বি'পদ সা'মাল দিতে পারবে না। আমি সকল জনগনকে অনুরোধ করব, সবাই যেন সরকারের নির্দেশনা গুলো মেনে চলেন।’

‘এই লকডাউনের মাঝে অনেক মানুষ চাকরি হা'রিয়েছেন। তাদের জন্য লাহোরে আমার রেস্টুরেন্ট উন্মু'ক্ত। বিশেষ করে চাকরি'চ্যুতরা আমার রেস্টুরেন্টে বিনামূল্যে খেতে পারবেন।’

 

 

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে