বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:১২:০৩

বড় সুখবর, সানরাইজার্স হায়দ্রাবাদে থাকছেন বাংলাদেশের একজন

বড় সুখবর, সানরাইজার্স হায়দ্রাবাদে থাকছেন বাংলাদেশের একজন

স্পোর্টস ডেস্ক : বড় সুখবর, প্রথমবারের মতো এবারের আইপিএলে দেখা যাবেনা কোন বাংলাদেশী ক্রিকেটারকে। তবে কোন ক্রিকেটার না থাকলেও আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে বাংলাদেশের একজন প্রতিনিধি এবারও থাকছেন।

থ্রোয়ার হিসেবে এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশী হিসেবে জায়গা হয়েছে জাতীয় দলের সঙ্গে কাজ করা আর কে সেন্টুর। ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন তিনি। দুবাইয়ে শুরু হয়েছে দলটির অনুশীলন। আজ (১০ সেপ্টেম্বর) মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সময় গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন আরেক থ্রোয়ার বুলবুল আহমেদ।

সাপোর্ট স্টাফ হিসেবে হায়দরাবাদে বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল আরও একজনের। তার নাম বুলবুল আহমেদ। এমাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর থাকায় এই থ্রোয়ারকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুলবুল আহমেদ বলেন, ‘সেন্টু ভাই এখন দুবাইয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের থ্রোয়ার হিসেবে কাজ করবে। আমারও যাওয়ার কথা ছিল। কিন্তু সামনে শ্রীলঙ্কা সিরিজ তাই বিসিবি অনুমতি দেয়নি।’ আইপিএলে কাজ করতে পারলে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ ছিল বুলবুলের। আসরে সম্মানী হিসেবে পেতেন এক লাখ ২০ হাজার রুপি। আর দৈনিক ভাতা বাবদ পেতেন সাড়ে ৫ হাজার রুপি। এছাড়া আগামী তিন বছরের জন্য সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে চুক্তিব'দ্ধ হওয়ার সুযোগ ছিল।

অনুশীলনে নেট বোলারের পাশাপাশি সব দলের দরকার পড়ে থ্রোয়ারদের। ডগস্টিক হাতে যারা বল ছুঁ'ড়ে দেন ব্যাটসম্যানদের দিকে। দ্রু'তগ'তিতে বল থ্রো করায় খ্যাতি রয়েছে সেন্টুর। জাতীয় দল ছাড়াও বিপিএল ফ্র্যাঞ্চাইজি ও ঢাকা প্রিমিয়ার লিগ ক্লাবের হয়ে কাজ করেন নিয়মিতই।

বাংলাদেশ জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের সুপারিশে সানরাইজার্সে সুযোগ হয়েছে সেন্টুর। শ্রীনি অবশ্য বাংলাদেশ দলের পাশাপাশি ও সানরাইজার্সের হয়েও কাজ করছেন। আইপিএলের সময়ে কাজ করতে পারবেন সে শর্তেই বিসিবির সঙ্গে চুক্তিব'দ্ধ এ ভারতীয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে