স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার আল ফাহাদ। আর বিশ্বকাপে বাংলদেশ দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
আজিজুলের ডেপুটি হিসেবে থাকবেন ড্যাশিং ওপেনার জাওয়াদ আবরার। বিশ্বকাপ মিশনে অংশ নিতে রোববার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এদিকে দলে ফিরেছেন ফাহাদ। এশিয়া কাপে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন তিনি। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় চোটে পড়েছিলেন ফাহাদ। সেই চোটে এশিয়া কাপে খেলা হয়নি তার।
গেল এশিয়া কাপের দল থেকে মূল দলে জায়গা পাননি মাত্র একজন। ফাহাদকে দলে নেওয়ায় স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ সবুজকে। এছাড়া এশিয়া কাপের দলে থাকা সবাই বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। সবুজ ছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে আছেন আব্দুর রহিম, দেবাশীষ দেবা, রাফিউজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ ও সানজিদ মজুমদার।
বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৭ জানুয়ারি, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়ার আল আমিন, স্বাধীন ইসলাম, মোঃ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই
আব্দুর রহিম, দেবাশীষ দেবা, রাফিউজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ ও সানজিদ মজুমদার।