মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩০:২৭

বিসিবির সভাপতির নি'র্দেশে ৫ দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সূচি প্রকাশ

বিসিবির সভাপতির নি'র্দেশে ৫ দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পর এখন ক্রিকেট মাঠে ফেরাতে ঘরোয়া ক্রিকেট লিগের দিকে ন'জর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন অতি দ্রুতই ঘরোয়া ক্রিকেট লিগ চালু করতে নি'র্দেশ দিয়েছেন তিনি।

এদিকে শ্রীলঙ্কা সিরিজের পরিবর্তে ঘরোয়া ক্রিকেট লীগে একটি সম্ভাব্য সূচি দেখা যাচ্ছে। প্রথমে জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর শুরু হবে মূল টুর্নামেন্ট। জাতীয় দল সহ মোট ৫টি দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি।

এরপরই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি অংশ। বন্ধ থাকা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট সিঙ্গেল লিগ পদ্ধতিতে আয়োজন করবে বিসিবি। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন। এ বিষয়ে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, সব কমিটিকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি যাতে ঘরোয়া ক্রিকেট আয়োজনের প্রস্তুতি নেয়।

শুধু প্রিমিয়ার ডিভিশান লিগ নয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সবগুলোর প্রস্তুতি নিতে। তারপর আমরা দেখবো বায়ো বাবল বা করোনার বিষয়ে অন্য কি কি ব্যবস্থা নেয়া যায়!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে