মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ০৯:৩২:৫৬

ক'ঠিন লড়াইয়ে আজ মুখোমুখি তামিম-মাহমুদুল্লাহ, যখন খেলা শুরু

ক'ঠিন লড়াইয়ে আজ মুখোমুখি তামিম-মাহমুদুল্লাহ, যখন খেলা শুরু

বিসিবি প্রেসিডেন্টস কাপের ম্যাচে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথমবারের মতো মাঠে নামছে তামিম ইকবাল একাদশ। প্রতিপক্ষ আগের ম্যাচে হারা মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ। তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে বেশ উচ্ছ্বসিত তামিম ইকবাল। আশাবাদী জয় দিয়ে আসর শুরু করার ব্যাপার। মিরপুরের শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটার আছে দলে। অভিজ্ঞতা আর বয়সে ছোট হলেও তারা যে বিশ্বজয়ী। তাই অধিনায়কের বাড়তি মনোযোগ পাচ্ছে ইয়াংস্টাররা।

তামিম ইকবাল বলেন, আমরা একটা সুবিধা পেয়েছি। বাড়তি দুই দিন অনুশীলন করতে পেরেছি। দল ভালো অবস্থায় আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন আছে আমাদের স্কোয়াডে। ওদের কাছ থেকে অভিজ্ঞতা জানার চেষ্টা করেছি, কিভাবে চ্যাম্পিয়ন হলো! ওদের নিয়ে আমি প্রচন্ড আশাবাদী। আর ওদের জন্যও এটা একটা বড় সুযোগ। এই প্ল্যাটফর্মটা ওদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। এদিকে, প্রথম ম্যাচে শান্ত একাদশের কাছে হেরে ব্যাকফুটে থাকা মাহমুদউল্লাহ’র দল এদিন ছিল বিশ্রামে।

দুই দলের স্কোয়াড দেখে নিনঃ-
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহাদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি। স্ট্যান্ড-বাই : শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান রানা।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস,মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব। স্ট্যান্ড-বাই : আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে