স্পোর্টস ডেস্ক : খেলা শুরুর আশা জাগিয়েও তাতে গুড়েবালি ঢেলে দিয়েছে বৃষ্টি। মিরপুর টেস্টে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় শুরু হয়নি। তবে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় দুই ঘণ্টা ধরে চেষ্টার পর মাঠ খেলার উপযোগী করা হয়েছিল। তাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের চতুর্থ দিনের খেলা বিলম্বে হলেও শুরুর আশা জেগেছিল। একটু পর আবার প্রবল বর্ষণ শুরু হয়েছে।
চলতি টেস্টের চতুর্থ দিনেও খেলা শুরু হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে পড়েছে। যদিও খেলা শুরর আশায় দুদলই হোটেল থেকে মাঠে গিয়েছে। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে মাঠে নামার সময় নির্ধারণে ব্যস্ত ছিলেন। এর মধ্যেই বৃষ্টি আবারও আশাহত করেছে ক্রিকেট ভক্তকে।