মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০, ১২:৪৭:৪৭

আগামীকাল অলরাউন্ডার জাহানারা আর সালমা মাঠে নামবেন আইপিএলের যে দলের হয়ে

আগামীকাল অলরাউন্ডার জাহানারা আর সালমা মাঠে নামবেন আইপিএলের যে দলের হয়ে

আগামীকাল থেকে শুরু হচ্ছে নারীদের আইপিএল। ছেলেদের পাশাপাশি এবাদের নারীদের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন অলরাউন্ডারের জাহানারা আলম এবং সালমা খাতুন। ভেলোসিটি হয়ে খেলবেন জাহানারা আলম এবং ট্রেইলব্ল্যাজার্স-এর হয়ে খেলবেন সালমা খাতুন।

আগামীকাল ৪ নভেম্বর (মঙ্গলবার) শুরু হবে নারী আইপিএলের তৃতীয় আসরের খেলা। প্রথমদিন মাঠে নামবে জাহানারার ভেলোসিটি ও বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:০০ টায়।

পরদিনই মুখোমুখি হবে সালমা-জাহানারার ট্রেইলব্ল্যাজার্স ও ভেলোসিটি। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। ৭ নভেম্বর সুপারনোভাসরং মুখোমুখি হবে ট্রেইলব্ল্যাজার্স।এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ৯ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দেখা যাবে সরাসরি টিভিতে। স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে দেখা যাবে খেলা।

নারী আইপিএলের তিন দলের স্কোয়াড: সুপারনোভাস: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্দেনে, পুনম যাদব, শাকেরা সেলমান, অরুন্ধিতি রেড্ডি, পুজা ভাস্ত্রাকার, আয়ুশি সনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।

ট্রেইলব্ল্যাজার্স: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দিপ্তী শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালাথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, নাত্থাকান চানথাম, দেবেন্দ্র ডটিন এবং কাশভি গৌতম।

ভেলোসিটি: মিথালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণামুর্থি (সহ-অধিনায়ক) শেফালি ভার্মা (উইকেটরক্ষক), একতা বিশট, মানসি জোশি, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, শুশ্রী দিব্যদর্শিনী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েল ওয়েট, সুন লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে