রবিবার, ০৮ নভেম্বর, ২০২০, ১০:৩১:৫৪

দুঃসংবাদ দিলেন মাহমুদুল্লাহ, অনিশ্চিত পাকিস্তান সুপার লিগের খেলা

দুঃসংবাদ দিলেন মাহমুদুল্লাহ, অনিশ্চিত পাকিস্তান সুপার লিগের খেলা

স্পোর্টস ডেস্ক: আগামী ১০ নভেম্বর পিএসএল খেলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। ‌কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে তার খেলা। বিসিবি প্রেসিডেন্ট কাপের পর ছুটিতে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন লিটন দাস এবং সৌম্য সরকার।

এছাড়াও জাতীয় দলের ক্রিকেটাররা সবাই অবস্থান করছে পরিবারের সাথে। এরইমধ্যে দুঃসংবাদ দিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল করোনা টেস্ট করিয়েছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান।

সাকিব-আল-হাসান নেগেটিভ হলেও করোনাভাইরাস পজিটিভ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমানে আইসোলেশনে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে আগামী ১০ নভেম্বর পাকিস্তান সুপার লিগ প্লে-অফের খেলতে যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের।‌ কিন্তু এখন অনিশ্চিত হয়ে পড়েছে তার পাকিস্তানের যাওয়া।

পাকিস্তান সুপার লিগের এবারের আসরের প্লে-অফ খেলবেন তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী ১৪-১৫ এবং ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর বাকি অংশ। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয় পাকিস্তান সুপার লিগের প্লে-অফের খেলা। পিএসএলে মুলতান সুলতান-এর হয়ে খেলার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে