সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৯:০৭:১০

আবারো জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ম ভঙ্গের অভিযোগ

আবারো জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ম ভঙ্গের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বের আগে কাউকে কিছু না জানিয়ে মানিকগঞ্জে ভাড়ায় খেলতে গিয়েছিলেন জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। এজন্য তাদের শাস্তিও দিয়েছিল বাফুফে। গত নভেম্বরেও একই ঘটনা ঘটান হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বিশ্বকাপ বাছাই পর্বের এই ঘটনায় হেমন্তকে শোকজ করে বাফুফে। আগামী ছয় মাসের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে এক বছরের জন্য নিষেধাজ্ঞার কথা বলা হয় ওই শোকজে। ছয় মাস পেরুতে পারেনি, এর মাঝে আবারও ভাড়ায় খেললেন জাতীয় দলের এই মিডফিল্ডার। শুধু হেমন্ত নন, গতকাল জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ অন্তত ১২ জন ভাড়ায় খেলতে যান নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের ডিসি কাপের ফাইনালে তারা ভাগ হয়ে খেলেন সদর ও রূপগঞ্জ উপজেলার হয়ে। সাফের ব্যর্থ মিশন শেষে জাতীয় দল দেশে ফিরেছে দুদিন হলো। তাদের ছুটি দিয়েছেন জাতীয় দলের কোচ মারুফুল হক। তবে ছুটি দিলেও প্রস্তুত থাকতে বলা হয়েছে বঙ্গবন্ধু কাপের জন্য। আজ সকালে তাদের রিপোর্টিং করার কথা। পাশাপাশি চলছে সাফের ব্যর্থতার তদন্তও। ব্যাপক পরিবর্তন আনা হয়েছে জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটিতে। আমিরুল ইসলাম বাবুর জায়গায় জাতীয় দলের ম্যানেজার করা হয়েছে সাবেক ফুটবলার ইলিয়াস হোসেনকে। ইকবাল হোসেনের স্থলে টিম লিডার হয়েছেন আজমল হক তপন। দায়িত্ব বুঝে নেয়ার আগেই বিপাকে পড়লেন এই দুই কর্মকর্তা। ইলিয়াস, তপনের দায়িত্ব নেয়ার দিনই তাদের না জানিয়ে ভাড়ায় খেলতে গেলেন মামুনুল, রনিরা। শুরুর আগে ফুটবলারদের এমন ঘটনায় বিব্রত এই দুই কর্মকর্তা। একজন সাবেক ফুটবলার হিসেবে মনে করি এটা তারা মোটেও ঠিক করেনি। সাফ ব্যর্থ হওয়ার পর তাদের উচিত বঙ্গবন্ধু কাপে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোনিবেশ করা। কিন্তু সেটা না করে তারা যা করলো তা সত্যিই দুঃখজনক এবং নৈতিকতাবিরোধী একটা কাজ’- বলছিলেন জাতীয় দলের নতুন ম্যানেজার ইলিয়াস হোসেন। তবে ইলিয়াস নৈতিকতার কথা বললেও মামুনুলদের মধ্যে কি সেটা আছে? থাকলে জাতীয় দলের রিপোর্টিংয়ের আগের দিন তারা কীভাবে নারায়ণগঞ্জে খ্যাপ খেলতে গেলেন- এমন প্রশ্ন নিজেই ছুড়ে দিলেন টিম লিডার আজমল হক তপন। গতকাল নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামের এবড়োথেবড়ো মাঠে অনুষ্ঠিত ফাইনালে রূপগঞ্জ উপজেলার পক্ষে খেলেন জাতীয় দলের গোলরক্ষক শহিদুল আলম সোহেল, ইয়াসিন খান, ইয়ামিন আহাম্মেদ মুন্না, জাহিদ হাসান এমিলি ও শাখাওয়াত হোসেন রনি। সদরের হয়ে মাঠে নামেন তপু বর্মণ, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, মিঠুন চৌধুরী, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ও ওয়ালি ফয়সাল। এদের মধ্যে মাঠ খারাপ থাকার কারণে ওয়ালি ফয়সাল দুই মিনিট পরেই মাঠ ছাড়েন। দেশের স্বার্থের উপলব্ধিটা কারও মধ্যে না দেখে দুঃখ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. সুজন। গতকালের ফাইনালে সেরা খেলোয়াড়ের নির্বাচনের দায়িত্ব থাকা সাবেক এই ফুটবলার মনে করেন সাফে বাজে রেজাল্টের পর বঙ্গবন্ধু কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এমন বাজে মাঠে তাদের খেলা মোটেও উচিত হয়নি। নারায়ণগঞ্জ পৌর ওসমানি স্টেডিয়ামে খেলাধুলার পাশাপাশি চলে রাজনৈতিক কর্মকাণ্ডও। এখানে সরকারি সকল অনুষ্ঠানের ভেন্যুও এটি। এসব কারণেই মাঠের অবস্থা নাজুক। এমন মাঠে খেলে যদি জাতীয় দলের এসব ফুটবলাররা ইনজুরিতে পড়েন তবে এই দায় কার। হেমন্তেরই বা কি হবে? যার ওপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে সে কীভাবে আবারও ভাড়ায় খেলতে গেলেন। আগামী ৮ই জানুয়ারি থেকে যশোরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ, যার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সূত্র : মানবজমিন ৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে