বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৩:৩৪

দেশে ফেরার ব্যাপারে যা জানালেন সাকিব

দেশে ফেরার ব্যাপারে যা জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আজ হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই দীর্ঘ সংস্করণে অবসর নেবেন তিনি। তবে দেশের মাঠে অবসর নিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

আজ কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমি ফিল করেছিলাম যে আমার শেষ সিরিজ হবে হোমে গিয়ে যদি খেলতে পারি সেভাবেই কথা হয়েছিল ফারুক ভাই এবং নির্বাচকদের সঙ্গে। মিরপুর টেস্ট হবে আমার শেষ টেস্ট। বোর্ডের সবার সঙ্গে কথা হয়েছে।’

কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরেই দেশের চিত্র বদলে গেছে। বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত মন্ত্রী-এমপিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হচ্ছেন।

সাকিবের বিরুদ্ধেও একটা হত্যা মামলা রয়েছে। তাই দেশে ফিরলে তিনিও গ্রেপ্তার হন কি না, সেই শঙ্কা রয়েই গেছে। তাই দেশে ফিরে যেন নিরাপত্তার সঙ্গে টেস্ট সিরিজ শেষে বিদায় নিতে পারেন, এমন অনুনয় তার কণ্ঠে ঝরেছে।

নিরাপত্তার বিষয়ে সাকিব বলেছেন, ‘তারাও এটা চেষ্টা করছে কিভাবে আমি গিয়ে খেলতেও পারি নিরাপদ ফিল করি এবং একই সঙ্গে দেশের বাইরে বের হতে দরকার হলে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়।

এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং বিষয়গুলার সঙ্গে রিলেটেড মানুষ আছে যারা এগুলো দেখছে। তারা হয়তো এসব নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত দেবে যে আমি হয়তো দেশে গিয়ে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে