বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪৪:৩৯

গার্মেন্টসকর্মী হত্যা মামলা নিয়ে মুখ খুললেন সাকিব

গার্মেন্টসকর্মী হত্যা মামলা নিয়ে মুখ খুললেন সাকিব

স্পোর্টস ডেস্ক :  টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের কানপুরে বৃস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। 

আগামী ২১ অক্টোবর ঘরের মাঠে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন তিনি। ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই।

সাকিব এমন এক সময় অবসরের ঘোষণা দিয়েছেন যখন তার বিরুদ্ধে চলছে ব্যাপক সমালোচনা। শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে একদিন আগেই তাকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নিহত এক পোশাককর্মী হত্যা মামলার আসামিও সাকিব। 

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাকিব এখনো দেশেই আসেননি। কানপুরে সংবাদ সম্মেলনে সাকিবও জানিয়েছেন, দেশের পরিস্থিতি বদলে গেছে। তবে চাপের মধ্যে এত দিন তার মনোযোগ মাঠেই রেখেছেন সাকিব। বলেছেন, ‘পুরোপুরি ভিন্ন চিত্র। দেশে অনেক কিছু বদলে গেছে, যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না।’

একজন ক্রিকেটার হিসেবে, যেটা নিজেদের হাতে ছিল, বাংলাদেশের ক্রিকেটাররা সে কাজটা ঠিকভাবে করে গেছেন বা যাচ্ছেন বলে জানান সাকিব। তিনি বলেন, ‘আমাদের নিয়ন্ত্রণে আছে কেমন খেলছি, কেমন প্রস্তুতি নিচ্ছি, পাকিস্তানে কেমন খেলছি। ভাগ্য ভালো ছিল, ভালো ফল করেছি, যেমন ফলাফল চেয়েছি।’

নিজের বিরুদ্ধে করা গার্মেন্টসকর্মী রুবেলের হত্যা মামলার প্রসঙ্গ উঠতে সাকিব বলেন, ‘যেটা বললেন যে একটা মামলা হয়েছে, আসলে সবারই অধিকার আছে। কিন্তু আপনারা সবাই জানেন, এটা কেমন ধরনের মামলা ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সুতরাং এ বিষয়টা নিয়ে খুব বেশি বলতে চাই না।’

শেয়ার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, ‘আমার জীবনে আমি আসলে নিজে থেকে কখনো ট্রেড করিনি, কেউ যদি এটা বলে-এ ট্রেডিং নিয়ে কথাও বলেছি, প্রমাণ দিলে আমি খুশি হব। এসব আসলে এখন যে কেউ যে কারোর মতো করতে পারে। 

এ জিনিসগুলো যদি সুন্দর করে বলত, আমার জন্য মানসিকভাবে ভালো হতো। কারণ, মিথ্যা অভিযোগগুলো আমার মনে হয় না ভালো কিছু করে দেশের জন্য বাইরের মানুষের কাছে। আমি যেহেতু ট্রেডই করিনি নিজ থেকে, স্বাভাবিকভাবে আমার ভুল করার বা ওটার সঙ্গে যে শব্দগুলো যোগ করা হয়েছে, সেটাও আমার জন্য দুঃখজনক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে