সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৯:২৩:২৩

ভিন্ন চোখে বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিবের যত গুণ

ভিন্ন চোখে বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিবের যত গুণ

স্পোর্টস ডেস্ক : সাকিব আল-হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার। ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। সাকিব ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর প্রাক্তন শিক্ষার্থী। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড়-"দ্য ওয়ান ম্যান আর্মি"। এছাড়াও তার রয়েছে বিশ্বের সেরা অল-রাউন্ডার হওয়ার কৃতিত্ব। সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে টেস্ট, ওডিআই ও টি২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন| সাকিব প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৪,০০০ করার গৌরব অর্জন করেন। এই সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট বিশ্বে আগ্রহের কমতি নেই। তাই তাকে মানুষ নানাভাবে মূল্যায়ন করছেন। তাইতো অনেকেই সাকিব আল হাসানের মাঝে নানা ধরনের গুণ পেয়েছেন। অন্যদের চোখে সাকিব- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেছেন, সাকিবের সবচেয়ে বড় গুণ হচ্ছে, সাকিব একই ভুল দ্বিতীয় বার করে না। আরেকটা কথা হচ্ছে, সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চায় এবং আগের ভালো পারফরমেন্স এর ঘোর নিমিষেই কাটিয়ে ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ভাষায়- খেলোয়াড় হিসেবে যেমন, মানুষ হিসেবেও তেমন অসাধারণ সাকিব আল হাসান। “আমি সাকিবকে গ্রেট হিসেবেই কল্পনা করি। তবে সাকিবকে এখানে থামলেই চলবে না।” – মাশরাফি বিন মর্তুজা ( ফাস্ট বোলার, বাংলাদেশ) “আমি সাকিবের সঙ্গে বিভিন্ন পর্যায়ে একই দলে খেলে এসেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করি। সাকিব জানে কীভাবে সেরা হতে হয়।” – মুশফিকুর রহিম ( অধিনায়ক-উইকেট রক্ষক, বাংলাদেশ ) “ভাইয়াকে যে খেলাই খেলতে দেন না কেন, ভাইয়া সবসময় চ্যাম্পিয়ন।” – জান্নাতুল ফেরদৌস রিতু (সাকিব আল হাসানের ছোট বোন) “সাকিব সম্পর্কে আমার প্রথম ধারণাটাই ছিল, এই ছেলে বিশ্বের যেকোনো প্রথম সারির টেস্ট দলে জায়গা করে নিতে পারে। আমার কাছে মনে হয়, সাকিবের মুল্যবোধ অনেক উচু।” – সঞ্জয় মাঞ্জরেকার (সাবেক ভারতীয় টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ) “সাকিব অল্পতে তুষ্ট হয় না।এই জিনিসটা এক্সট্রা অর্ডিনারি মনে হয় তার মধ্যে।” – নিয়াজ মোর্শেদ (দাবাড়ু, বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার) “ছাত্র হিসেবে সাকিবের একটা ভালো গুণ হচ্ছে, অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে আপনি সাকিবকে একটা ব্যাপার দ্রুত বোঝাতে পারবেন। আমাদেরকে নতুন যুগে নিয়ে যাচ্ছে সাকিব।” – মোহাম্মদ সালাউদ্দিন (সাকিব আল হাসানের মেন্টর ও কোচ) “সাকিব ভাই আমাদের আদর্শ। সাকিব ভাইকে দেখে একটা সাহস তৈরী হয়। মনে হয়, আমাদের দেশের একজন সাকিব ভাই যদি সেরা হতে পারে, আমরাও করতে পারি ।” – সালমা খাতুন ( অধিনায়ক, জাতীয় প্রমিলা ক্রিকেট দল ) “লোকে যখন মনে করে, আমই সাকিবের কোচ ছিলাম,মনে হয় আর কিছুই চাইনা। মনে হয়, আমার জীবনে আর চাওয়া-পাওয়ার কিছু নেই।” – গোর্কি “আমার কোচিং জীবনে আমই সাকিবের মতো প্রতিভাধর ছেলে খুব কমই দেখেছি। মানুষ হিসেবেও সে আমার খুবই পছন্দের। আমই এক বাক্যে বলি, সাকিব বাংলাদেশে জন্মানো সর্বকালের সেরা ক্রিকেটার।” – সাকলায়েন মুশতাক(পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ) “সাকিব সম্পর্কে সবার শ্রদ্ধা আছে। আমরা খুব ভাগ্যবান, এরকম একজন খেলোয়ার পেয়েছি। ওকে নিয়ে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারি।” – আতহার আলী খান ( জাতীয় দলের সাবেক ক্রিকেটার, নির্বাচক, ধারাভাষ্যকার) “বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আগেও এসেছেন অনেকে। আকরাম খান ছিলেন,আমিনুলের মতো ব্যাটসম্যান ছিলেন। মোহাম্মদ রফিক একজন গ্রেট বোলার ছিলেন। কিন্তু আমার মতে সাকিব আল হাসান বেশ এগিয়ে থাকবেন বাকিদের চেয়ে। সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সে। সত্যিকারের একজন ম্যাচ উইনার সাকিব আল হাসান।” – ওয়াসিম আকরাম ( পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার, কেকেআরে সাকিবের কোচ) “আমার মনে হয়, সাকিব এমন একজন টেস্ট-ক্লাস অলরাউন্ডার, যার মতো একজন অলরাউন্ডারকে বিশ্বের যেকোনো দেশ তাদের দলে পেতে চাইবে।” – শিল্ড বেরি (সাবেক সম্পাদক, উইসডেন) If you wanna be a number 3 batsman, you have to give more effort on batting than bowling. Everyone cannot be Jacques Kallis or Shakib Al Hasan , mate!- ম্যাথু হেইডেন (সাবেক ওপেনার, অষ্ট্রেলিয়া) ৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে