সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:৫০:৪৬

৮০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি

৮০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি

স্পোর্টস ডেস্ক: দিনে দিনে ক্রিকেট বিশ্ব মানুষের মনকোঠায় জায়গা করে নিচ্ছে। আর এটিকে পুঁজি করে খেলোয়াড়রাও রীতিমত ভালো খেলা উপহারর দিচ্ছেন। তারা একের পর এক রেকর্ড গড়ছেন। আবার একের পর এক রেকর্ড ভাঙছেন। তেমনি দক্ষিণ আফ্রিকার সাথে এক অসম্ভব রেকর্ড করলেন ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান বেন স্টোকস। কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বেন স্টোকস। এই অর্জনের পাশাপাশি টেস্টের যেকোনো দিনের প্রথম সেশনে সবচেয়ে বেশি রান তোলার বিশ্ব রেকর্ডও গড়েছেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান। স্টোকস ১৯৮ বলে ২৫৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে রান আউট হয়ে সাজ ঘরে ফিরেন তিনি। রেকর্ড গড়ার দিনে ডাবল সেঞ্চুরি ছুঁয়েছেন মাত্র ১৬৩ বলে, যা টেস্টে দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। এর আগে ১৯৩৫ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই প্রথম সেশনে ১২৩ রান করেছিলেন ইংল্যান্ডেরই ব্যাটসম্যান লেস অ্যামেস। তার ৮০ বছরের অক্ষত রেকর্ডটা ভেঙে সেখানে নিজের নাম লেখালেন স্টোকস। স্টোকসের ২৫৮ রান টেস্ট ইতিহাসে ছয় নম্বরে নামা কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও। এর আগে ১৯৭৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ছয়ে নেমে ২৫০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টার্স। ৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে