শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ০৮:৫৫:১৭

২০ বছর পর এসে ইনজামাম স্বীকার করলেন, সৌরভ সেদিন আউট ছিল না!

২০ বছর পর এসে ইনজামাম স্বীকার করলেন, সৌরভ সেদিন আউট ছিল না!

স্পোর্টস ডেস্ক : ১৯৯৯-২০০০ মৌসুমে ভারত সফরে চেন্নাই টেস্টে ভারতকে ১২ রানে হারিয়েছিল পাকিস্তান। ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে নাটকীয় জয় পেয়েছিল ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাক ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে সৌরভ গাঙ্গুলীর বিতর্কিত আউট নিয়ে ঝড় বয়ে গিয়েছিল! 

সেই ঘটনার ২০ বছর পর সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হক ইউটিউবে এক সাক্ষাত্কারে বললেন, সৌরভের ওই ক্যাচটি ঠিকমতো ধরেছিল কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে চেন্নাই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের সামনে ২৭১ রানের টার্গেট ছিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। একমাত্র ব্যতিক্রম ছিলেন শচীন টেন্ডুলকার। পিঠে ব্যথা নিয়ে তিনি ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। 

শেষ পর্যন্ত ১২ রানে ম্যাচটি হারে ভারত। আর দ্বিতীয় ইনিংসে সৌরভ গাঙ্গুলীর ক্যাচটি ঠিকমতো নেওয়া হয়েছিল কিনা সেটা নিয়ে বিতর্ক থেকে যায়। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউব শো- 'ডিআরএস উইথ অ্যাশ' অনুষ্ঠানে এসে ইনজামাম উল-হক ১৯৯৯ সালের ভারত সফরের স্মৃতিচারণা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে