সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১২:৩৯:২৭

ভয়ঙ্কর ভূমিকম্পে টাইগার সাব্বিরের উদ্বেগ

ভয়ঙ্কর ভূমিকম্পে টাইগার সাব্বিরের উদ্বেগ

স্পোর্টস ডেস্ক: রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোররাত পাঁচটা ৫ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূ-কম্পনের উৎপত্তিস্থল ভারতের মনিপুরের ইম্ফল, যা রাজধানী ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে অবস্থিত। রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তার পরও কয়েক সেকেন্ডে স্থায়ী ওই ভূমি কম্পনের ফলে রাজধানী জুড়ে মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। সবার মাঝেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। পুরো দেশবাসীর মতো বাংলাদেশ দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির ও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাব্বির রহমান তার অফিশিয়াল ফেসবুক পেজে ভূমিকম্পের পরপরই এর মাত্রা সম্পর্কে জানিয়ে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, 'শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। এটা আসলেই অনেক বড় ছিলো। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৭। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আমিন।' ৪ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে