সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০২:৪৪:৪৮

অল্প বয়সের ভুল আর করতে চান না আমির

অল্প বয়সের ভুল আর করতে চান না আমির

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম ম্যাচে বাজিমাত দেখিয়েছিলেন পাকিস্তান জাতীয় দলের তরুণ পেসার মোহাম্মদ আমির। তার বোলিং অ্যাকশন দেখে ক্রিকেটবোদ্ধারা ভাষ্য দিয়েছিলেন, আমিরই হতে যাচ্ছে আগামী দিনের পাকিস্তান দলের ক্রিকেট কান্ডারী। কিন্তু সেই আমির কিনা শুরুতেই পাকিস্তানের সঙ্গে বেঈমানি করে বসলো। ম্যাচ ফিক্সিংয়ের মতো জঘন্য অপরাধে জাড়িয়ে নিজেকে এবং দেশকে করেন কলঙ্কিত। তার এমন কান্ডে অনেকের চোখ কপালে ওঠে। কেউ কেউ ঘৃণা করতে শুরু করে তাকে। শাস্তিস্বরুপ পাঁচ বছরের জন্য দলের বাইরে থাকতে হয় আমিরকে। অবশেষ পাঁচ বছর বাদে কলঙ্কমুক্ত হয়ে দলে ফিরেন তিনি। তবে এবার কলঙ্ক ঘোচাতে মরিয়া আমির। সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি এখন ভিন্ন ধরনের একজন মানুষ। জীবন পাল্টানোই আমার উদ্দেশ্যে। অল্প বয়সে আমি ভুল করেছি। শিখেছি। জানি না ভবিষ্যতে কী আছে। পেশাদার একজন খেলোয়াড়ের মতো বাকি জীবন কাটাতে চাই।’ আমিরের সামনে এখন দায়মোচনের মোক্ষম সময়। সামনের নিউজিল্যান্ড সিরিজেই মাঠে নামার সুযোগ পাচ্ছেন। ভিসা জটিলতাও কেটে গেছে। ‘আমি বল হাতে মানুষের বিশ্বাস অর্জন করতে চাই। জানপ্রাণ দিয়ে লড়তে চাই মাঠে।’ ২০০৯ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় তার। ১৪টা টেস্টও খেলে ফেলেন। ২০১০ সালে লর্ডসে ঘুষ নিয়ে ইচ্ছাকৃত ‘নো’ বল করে ধরা পড়ে যান। মাথার ওপর নেমে আসে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। ৪ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে