সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৩:১৩:১১

১১৭ বছরের বিরল রেকর্ড ক্যারিবীয়ান খেলোয়াড়ের

১১৭ বছরের বিরল রেকর্ড ক্যারিবীয়ান খেলোয়াড়ের

স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ে আট বা তার নিচে নেমে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ার- আলবার্ট ট্রট ও হ্যানসন কার্টার। সর্বশেষ ১০৭ বছর আগে এমন কীর্তি গড়েছিলেন হ্যানসন কার্টার। তবে দীর্ঘ ১০৭ বছর পর সেই বিরল রেকর্ড ছুঁয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কার্লোস ব্রেথওয়েট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে এমন রেকর্ড গড়েন তিনি। অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে আটে নেমে সোমবার দ্বিতীয় দিনে ৬৯ রান করে আউট হন ব্রেথওয়েট। এর আগের টেস্টে অভিষেক হয়েছিল তার। ওই টেস্টেও দলের প্রথম ইনিংসে আটে নেমে ফিফটি (৫৯) করেছিলেন এই ক্যারিবিয়ান। ১৯০৭ সালের ডিসেম্বরে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে আটে নেমে দ্বিতীয় ইনিংসে ফিফটির (৬১) পর ১৯০৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় টেস্টেও ওই দ্বিতীয় ইনিংসে ফিফটি (৫৩) করেছিলেন ইংল্যান্ডের বংশোদ্ভুত কার্টার। তারও ১২ বছর আগে ১৮৯৫ সালের জানুয়ারিতে প্রথম এই কীর্তিটা গড়েছিলেন আলবার্ট ট্রট। ট্রট ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসেই অপরাজিত ছিলেন! অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ইনিংসে আটে নেমে ট্রট ৩৮ রান অপরাজিত ছিলেন, আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৭২ রানে। সিডনিতে পরের টেস্টেও প্রথম ইনিংসে আটে নেমে ৮৫ রানে অপরাজিত ছিলেন ট্রট। অস্ট্রেলিয়া এই ম্যাচটা ইনিংসে ব্যবধানে জেতায় দ্বিতীয় ইনিংসে ট্রটকে আর ব্যাট করতে হয়নি। তথ্যসূত্র : প্রিয় ৪ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে