সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৪:২৫:৩৩

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে দুঃসংবাদ দিল আইসিসি

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে দুঃসংবাদ দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক: গত বিশ্বকাপ আসরের পর ওয়ানডেতে অবিশ্বাস্য ক্রিকেটে খেলে বিশ্বের বাঘা বাঘা দলকে বিশাল ব্যবধানে হারিয়ে একের পর এক সিরিজ জিতেছে মাশরাফির বাংলাদেশ। তবে ওয়ানডে ক্রিকেট ইস্যুতে বাংলাদেশের জন্য এবার দুঃসংবাদ জানিয়ে দিল খোদ আইসিসি। সোমবার আইসিসির তরফ থেকে যে ক্রীড়াসূচী জানানো হয়েছে তাতে দেখা যাচ্ছে টানা এক বছর কোন ওয়ানডে সিরিজ খেলতে পারবে না বাংলাদেশ গত বছর ১১ নভেম্বর নিজেদের শেষ ওয়ানডে খেলেছিল জিম্বাবোয়ের বিপক্ষে। আইসিসি’র ক্রীড়াসূচি অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বরের আগে কোন ওয়ানডে ম্যাচ বরাদ্দ নেই বাংলাদেশ দলের। ১৯৯৭ সালে আইসিসি বাংলাদেশকে ওয়ান ডে খেলার মর্যাদা দেওয়ার পর টাইগার বাহিনী এত দীর্ঘ বিরতি পায়নি কখনোই পায়নি। অথচ ২০০৬ সালের নভেম্বরে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে এ পর্যন্ত মাত্র ৪৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে যারা, সেই বাংলাদেশ দলের সামনে ২০১৬ সালে হাতছানি দিচ্ছে রেকর্ড সংখ্যক ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ। সম্প্রতি জিম্বাবোয়ের সঙ্গে চলতি মাসে ৪টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ চূড়ান্ত হয়েছে। ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে