সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৩১:০৪

বাফুফেকে জরিমানা দিতে অস্বীকৃতি আরামবাগের

বাফুফেকে জরিমানা দিতে অস্বীকৃতি আরামবাগের

স্পোর্টস ডেস্ক : দেশের জনপ্রিয় ফুটবল ক্লাব আরামবাগ স্পোটিং ক্লাবের বিরুদ্ধে বাফুফে ভবন ভাঙচুর ও হামলার অভিযোগ উঠে। এমন ন্যাক্কার জনক ঘটনার দায়ে ক্লাবটিকে ৩০ লাখ টাকা জরিমানা করে বাফুফে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেড়ারেশনকে (বাফুফে) নিজেদের জরিমানার অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে ক্লাবটি। আগামীকাল মঙ্গলবার ফকিরেরপুলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে খেলতে নামার আগেই এই টাকা ফুটবল ফেডারেশনের তহবিলে জমা দেয়ার কথা ছিল আরামবাগের। কিন্তু ক্লাবটির সাধারণ সম্পাদক এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জানান, ‘এত বড় অঙ্কের টাকা আমাদের ক্লাবের পক্ষে দেয়া সম্ভব না। ফেডারেশন বলেছে টাকা না দিলে আমরা খেলতে পারব না। আমরাও টাকা দিতে পারব না, এই ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি। এ মুহূর্তে নগদ টাকা দেয়ার মতো সামর্থ্য আমাদের একেবারেই নেই।’ ৪ জানুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/আরিফুর রহমান/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে