সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৮:৩৩

সময় চেয়েছেন মাশরাফি

সময় চেয়েছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ঘরে মাঠে বিপিএলে উইকেটের ভূতুরে আচরণে আদর্শ প্রস্তুতি হয় নি টাইগারদের। তাই ওয়ানডে ক্রিকেটের মতো বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে পরিণত দল হিসেবে প্রতিষ্ঠিত হতে, একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আসন্ন টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৬টি ম্যাচে খেলে হেরেছে ৩২ আর জিতেছে মাত্র ১৩টিতে। পরিসংখ্যানই বলছে। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক পিছিয়ে টাইগাররা। কিন্তু, অসাধারণ নেতৃত্বগুণে ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দলকে পরিণত করার কারিগর মাশরাফি আছেন বলেই ক্রিকেট পিয়াসিরা স্বপ্ন বুনছেন ধূমধাড়াক্কার এই টি- টোয়েন্টি ক্রিকেটেও, পরাশক্তি দলে পরিণত হবে বাংলাদেশ। তবে, ক্ষণেক্ষণে রং বদলানোর এই ক্রিকেটে পরিণত দলে রূপ দিতে সময় চাইলেন অধিনায়ক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কোয়ালিফায়ার বাঁধা পেরোনোই মূল চ্যালেঞ্জ হিসেবে নিলেন ম্যাশ। ৪ ডিসেম্বর২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে