সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৫:০৫:৩৬

ক্রিকেট ছাড়াও আরেকটি জিনিস মুস্তাফিজের খুবই প্রিয়

ক্রিকেট ছাড়াও আরেকটি জিনিস মুস্তাফিজের খুবই প্রিয়

স্পোর্টস ডেস্ক: ২০১৫ বছরটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে লেখা থাকবে। বছরটিতে সবচেয়ে বেশি ম্যাচে জয় পায় বাংলাদেশ। এছাড়া বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারও পায় এই সময়টিতে। বছরটিতে বাংলাদেশ ক্রিকেটের বড় আবিষ্কার মুস্তাফিজুর রহমান । জাতীয় দলে সুযোগ পেয়েই বড় ধরণের চমক দেখান সাতক্ষীরার এই যুবক। নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচে তুলে নেন পাঁচ উইকেট। এই পর্যন্ত আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেটে ৩৬ টি উইকেট তুলে নেন তিনি। কিন্তু মুস্তাফিজের ছোট বেলাটা ছিল অন্য ধরণের। পড়াশুনায় খুবই অমনোযোগী ছিলেন তিনি। পরিবার অনেক চেষ্টা করেও তাকে পড়াশুনায় ফেরাতে পারেনি। বাবা-মায়ের ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে। কিন্তু মুস্তাফিজ তার বিপরীত। দেশের জনপ্রিয় একটি দৈনিকে উঠে আসে মুস্তাফিজের ছোট বেলার অজানা কিছু তথ্য। পত্রিকাটির বরাতে জানা যায়, মুস্তাফিজ খেলাধুলা অনেক বেশি পছন্দ করতেন। একবার তো খেলার প্যাকটিসের জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিলেনও তিনি। এছাড়া আরো জানা যায়, ক্রিকেট ছাড়াও মুস্তাফিজের আরেকটি জিনিস অনেক পছন্দের। সেটি হচ্ছে পাখি দেখা। অবসর সময় কিংবা খেলে শেষে বন্ধুদের নিয়ে চলে যান পাখি দেখতে। ৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে