সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৭:৪৩

মাশরাফিদের ‘বাঘবাহিনী’ অাখ্যা দিয়ে ভারতীয় পত্রিকা যা লিখল

মাশরাফিদের ‘বাঘবাহিনী’ অাখ্যা দিয়ে ভারতীয় পত্রিকা যা লিখল

স্পোর্টস ডেস্ক: এরই মধ্যে ওয়ানডে ক্রিকেট ইস্যুতে অনেকেই হয়তো দুঃসংবাদটা জানতে পারেন। বাংলাদেশ আগামী ১ বছর ওয়ানডে ক্রিকেট খেলার সুযোগ পাবে না। কারণটা হলো আইসিসির চূড়ান্ত ক্রীড়াসূচী। আইসিসি কর্তৃক প্রকাশ হওয়া ক্রীড়াসূচীতে বাংলাদেশের ওয়ানডে সিরিজ না থাকার বিষয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা মাশরাফিদের ‘বাঘবাহিনী’ আখ্যা দিয়ে বলছে, আইসিসির এমন সিদ্ধান্তের জন্য ওয়ানডে ক্রিকেটের উদিয়মান এক শক্তি হারিয়ে যেতে পারে। পত্রিকাটি বলছে, বিশ্বকাপের পর ঘরের মাঠে একের পর এক ক্রিকেট শক্তিকে ধরাশায়ী করেছে ‘বাঘবাহিনী’। সেই তাদেরই কিনা সুযোগ মিলবে না গোটা একটি বছর! ২০১৫-তে প্রায় প্রতি মাসেই একের পর এক ওয়ানডে টিমকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুরুটা হয়েছিল বিদেশের মাটিতে আইসিসি বিশ্বকাপে। বাঘা বাঘা দলকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল তারা। এর পর ঘরের মাঠে জিম্বাবোয়ে, পাকিস্তান, ভারত এবং অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ। বিশ্ব মানচিত্রে নিজেদের উপস্থিতি এ ভাবেই জানান দিয়েছিলেন বাংলার বাঘেরা। ২০১৫-র সেপ্টেম্বরের মধ্যে আইসিসি-র ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ৭ নম্বরে। একটার পর একটা মাইলফলক তৈরি করেছেন তাঁরা। ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে