সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৪০:২৯

টাইগার মিরাজের চোখে আদর্শবান ক্রিকেটার যিনি

টাইগার মিরাজের চোখে আদর্শবান ক্রিকেটার যিনি

স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রস্তুতি। আগামী ২৭ তারিখ হতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট দেশের মাটিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় আসর। একদিকে দেশের মাটিতে বিশ্বকাপ, সাথে অধিনায়কত্বের চাপ কিভাবে নিচ্ছেন যুব দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। জানালেন দলের শক্তিমত্তার দিকগুলো। সাথে বললেন স্পোর্টিং উইকেটের কথা, যাতে প্রতিপক্ষের সাথে লড়াইটা জমে ওঠে বাংলাদেশ যুব দলের। এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দিয়েই উঠে এসেছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরা। লারা, বিরাট কোহলি, সাকিব, মুশফিকের মত তারকারা এই আসর দিয়েই বিশ্ব ক্রিকেটে নিজেদের আগমনী বার্তা জানিয়েছিলেন। তবে টাইগার মিরাজের চোখে আদর্শবান ক্রিকেটার হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক। একদিকে দেশের মাটিতে বিশ্বকাপ। তার উপর স্বাগতিক দলের অধিনায়ক হবার চাপ। কেমন সামলে উঠবেন অনূর্ধ্ব ১৯ দলপতি মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের পাশাপাশি যুব দলেরও ২০১৫ সালটা ছিল স্বপ্নের মত। তাই দেশের মাটিতে বিশ্বকাপ আসরে তাদের উপর প্রত্যাশাটাও থাকবে আকাশচুম্বী। দলের ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভরসা রাখেন অধিনায়ক। তবে স্বাগতিক হবার সুবিধাটা খুব বেশি নিতে চান না তিনি। প্রতিপক্ষকে হারাতে লেভেল প্লেয়িং ফিল্ডের কথাই বললেন মিরাজ। আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে, বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেবার সুযোগ পাবে যুবারা। ৪ ডিসেম্বর২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে