সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৭:০৯

সত্যিই কি মাশরাফিদের বিরুদ্ধে আইসিসি’র ষড়যন্ত্র?

সত্যিই কি মাশরাফিদের বিরুদ্ধে আইসিসি’র ষড়যন্ত্র?

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট আমাদের গর্বের খেলা। ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া একদিনের আন্তজার্তিক খেলায় ধারাবাহিকভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্বের বাঘা বাঘা দলকে পরাজিত করে মাশরাফি বাহিনী একের পর এক যখন সিরিজ জিতে চলেছে। ঠিক তখনই আইসিসিরি তরফ থেকে আসলো চূড়ান্ত ওয়ানডে খেলার সময়সূচী। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ আগামী ১ বছর কোন ধরণের ওয়ানডে খেলার সুযোগ পাবে না। শুধু খেলবে টি-২০ ম্যাচ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য গত বিশ্বকাপে ইংল্যান্ডকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলা মাশরাফিরা বিশ্বকাপ মিশন শেষ করে ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ জিতে নিজেদের শক্তি যখন জানান দিচ্ছিল। ঠিক তখন আইসিসির এমন সিদ্ধান্তকে ক্রিকেট ভক্তরা বাংলাদেশকে দমিয়ে রাখার ষড়যন্ত্র হিসেবে দেখছে। আইসিসির এমন সিদ্ধান্তের পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করা হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, এটা বাংলাদেশ ক্রিকেটকে দমিয়ে রাখার কৌশল, অনেকেই বলছেন আইসিসি কোন শক্তিধর ক্রিকেট পরাশক্তিরকে খুশি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গত বিশ্বকাপ মিশন শেষ করে ঘরের মাঠে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজ জিতে নিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলো। ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে