সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৬:০৫:৫৫

‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ধ্বংসের পথে’

‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ধ্বংসের পথে’

স্পোর্টস ডেস্ক: এক সময় বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ছিল ওয়েস্ট ইন্ডিজ । কিন্তু বর্তমানে দলটির হতশ্রী অবস্থাতে ক্রিকেট বিশ্বই বিস্মিত, হতাশ এবং ক্ষুদ্ধ। কেউ কেউ দলটির এমন অবস্থাতে ব্যাথিতও। আবার কেউ কেউ এমন অবস্থা থেকে পরিত্রান পেতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগিতার দরকার বলেও মন্তব্য করেছেন। নতুবা আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বর্তমান লজ্জাস্কর পারফরমেন্সে ক্ষুদ্ধ লিজেন্ডারি পেসার স্যার এন্ডি রবার্টস মনে করছেন ক্যারিবিয়রা এমনকি আর কখনোই মঠে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না এবং নিজ বোর্ডের ওপর দোষ চাপিয়ে দলের খেলোয়াড়রাও এমন হতশ্রী পারফমেন্সের দায় এড়াতে পারে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে দেনা-পাওনা নিয়ে খেলোয়াড়দের বিবাদ শুরু হওয়ার পর থেকেই দলটির পারফরমেন্স দিনের পর দিন আরো খারাপ হচ্ছে। এই বিবাদের কারণেই ২০১৪ সালে ভারত সফরে ওয়ানডে সিরিজের মাঝ পথেই দেশে ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের রবার্টস বলেন, ‘এটা আমাকে আবেগ তাড়িত করে না, দিনকে দিন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের মান যে তলানীতে পৌছছে সেটা অত্যন্ত বেদনার এবং হতাশার।’ তিনি আরো বলেন, ‘এ জন্য সম্পূর্ণভাবে বোর্ড দায়ী আমি এমনটা মনে করছি না, এজন্য খেলোয়াড়রাও দায়ী। কেননা নিজেদের ক্রিকেটের মান উন্নয়নে খেলোয়াড়দেকে দায়িত্ব নিতে হবে, যাতে করে তারা ইতিবাচক ফল আনতে পারে। ‘আপনি জিততে পারছেন না, আপনাকে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দল প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারছে না, অবশ্যই পারছে না।’ রবার্টস বলেন, ২০১৪ সালে সমস্যা সংকুল অবস্থাতেই আইসিসির হস্তক্ষেপ করা উচিত ছিল এবং খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার সমস্যা সমধানের চেষ্টা করা উচিত ছিল। তিনি বলেন, ‘ অনেক আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে আইসিসির বসা উচিত ছিল। তারা (ও. ইন্ডিজ দল) সমস্যার কারণে যখন ভারত সফর বাতিল করেছিল তখনই আইসিসির উচিত ছিল হস্তক্ষেপ করা। কিন্তু এখন আইসিসির করার কিছু নেই.. এটা ক্যারিবীয় সমস্যা।’ টেস্ট ক্রিকেটে ২০২ উইকেট শিকার করা রবার্টস বলেন, ‘আমরা আশা করছি বোর্ড কর্তা ব্যক্তিদের শুভবুদ্ধির উদয় হবে। যাতে কিছু সাবেক খেলোয়াড়কে নিয়ে ক্রিকেটের উন্নতি করতে পারি, প্রশাসনিক নয়, ক্রিকেটের উন্নতি।’ অনভিজ্ঞ জেসন হোল্ডারকে অধিনায়কত্ব দেয়াটা ভাল সিদ্ধান্ত কিনা- প্রশ্নের জবাবে রবার্টস বলেন, ‘না’। আমি মনে করছি হোল্ডাারকে নেতৃত্ব দেয়াটা তাদের উচিত হয়নি। ব্যক্তিগভাবে আমার পছন্দ কাইরন পোলার্ড। সে চার দিনের ক্রিকেট খেলছে না বলে আলোচনা আছে, অধিকাংশের চেয়ে তার গড় রান ভাল। আমি আমি হলে কাইরন পোলার্ডকে অধিনায়ক করতাম।’ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া খেলোয়াড়দরকে দ্বিতীয়বার আর্ন্তাতিক ক্রিকেটে সুযোগ দেয়া উচিত কিনা-জানতে চাইলে ৬৪ বছর বয়সী রবার্টস বলেন,‘ প্রত্যেকেরই দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত.. তাহলে কেবলমাত্র খেলোয়াড়রা ভুগবে?- সূত্র-বাসস ৪ ডিসেম্বর২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে