সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৯:০০:৩৮

দ.আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

দ.আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক: কেপটাউনে চলামান দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বেন স্টোকস ১৯৮ বল খেলে ২৫৮ রান করার পথে কয়েকটি রেকর্ড গড়েছেন। এরপর নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। একই দিন ৭ হাজার রান ছুঁয়েছেন হাশিম আমলা। রানের এই মাইলফলক ছুঁতে ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউন টেস্টে ৫০ রান প্রয়োজন ছিল ডি ভিলিয়ার্সের, আমলার দরকার ছিল ৯৩ রান। তৃতীয় দিনে লাঞ্চের আগে কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স, লাঞ্চের পর আমলা। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার ক্লাবের সদস্য হলেন ডি ভিলিয়ার্স। এর আগে জ্যাক ক্যালিস করেছেন ১৩ হাজার ২০৬ রান। গ্রায়েম স্মিথের রান ৯ হাজার ২৫৩। ৭ হাজার ছোঁয়ার ওভারেই আরেকটি বাউন্ডারিতে আমলা ছুঁয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৪ তম শতক। সেই গত বছরের আগস্টে সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরি (১২৪) করেছিলেন আমলা। এরপর ১৮টি আন্তর্জাতিক ইনিংসে ব্যাট হাতে ক্রিজে নেমেছেন, কিন্তু একবারও তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁতে পারেননি। অবশেষে কেপটাউনে সেঞ্চুরি করেন আমলা। ৪ ডিসেম্বর২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে