সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৯:০৯:৩৪

টেস্টে গত ৫০ বছরের সেরা ইনিংস খেলে ইতিহাসের পাতায় স্থান পেলেন যিনি

টেস্টে গত ৫০ বছরের সেরা ইনিংস খেলে ইতিহাসের পাতায় স্থান পেলেন যিনি

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট নিয়ে একটি ক্রিকেট ওয়েবসাইট তাদের ডিজিটাল মান্থলি ম্যাগাজিন প্রকাশ করেছে। যেখানে তাদের চোখে গত পঞ্চাশ বছরের মধ্যে টেস্টের সেরা ইনিংস কে খেলেছেন তার নাম ঘোষণা করা হয়েছে। লারা কিংবা ম্যাথুহেইডেন নয় এমন কি বিরেন্দ্র শেবাগও নয় বরং যার কোন ত্রিপুল সেঞ্চুরিই নেই সেই ভিভিএস লক্ষণের ক্যারিয়ার সেরা ২৮১ রানের ইনিংসটিকেই সেরা টেস্ট ইনিংসের মর্যাদা দেয়া হয়েছে। ২০০১ সালের কলকাতা টেস্টে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র ১৭১ রানে। তারমধ্যে ৫৯ রান ছিল এই হায়দ্রাবাদি ব্যাটসম্যানের। তারই পুরস্কারস্বরূপ, লক্ষ্ণণকে ফলো অনের পর তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। প্রতিদানে লক্ষ্ণণ খেলেন সেই ২৮১ রানের অমর ইনিংস। পাশাপাশি রাহুল দ্রাবিড়ও যোগ্য সঙ্গত দেন ১৮০ রান করে। যার ফলে দুজনে পঞ্চম উইকেটের জুটিতে ৩৭৬ রান যোগ করেন। শেন ওয়ার্ন আজও বলেন, ওই ইনিংসে তিনি এই ভারতীয় ব্যাটসম্যানকে আউট করার জন্য পায়ের পাতা লক্ষ্য করে বল করছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। লক্ষ্ণণ সেই বলগুলোই অবলীলায় উড়িয়ে দিচ্ছিলেন কভার কিংবা মিড উইকেটের উপর দিয়ে। অবেশেষ লক্ষ্ণণ সেই ইনিংসের প্রাপ্য সম্মান পেলেন। ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে