সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:০৬:১০

এবার আমিরের পাশে নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার

এবার আমিরের পাশে নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির স্পার্ট ফিক্সিংয়ের দায় থেকে মুক্ত হওয়ার তিনি জাতীয় দলের জার্সি গায়ে এ মাসেই মাঠ কাঁপাবেন। তবে জাতীয় দলে ফেরাটা তার জন্য সহজ ব্যাপার ছিল না। নিজ দল পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, আজাহার আলীসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারেও সমালোচনার মুখে পড়েন তিনি। তবে তাকে সমর্থনও দিয়েছেন অনেকে। আফ্রিদি থেকে শুরু করে মোহাম্মদ ইউসুফ, ইনজামামদের মতো বিশ্বতারকা আমিরের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতার এবার আমিরের পাশে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। আমিরকে দ্বিতীয় সুযোগ দেয়া উচিত বলে মনে করছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। চলতি মাসে নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচের সিরিজে পাকিস্তান দলে জায়গা পেয়েছেন আমির। তবে দলে জায়গা পেলেও নিউজিল্যান্ডের ভিসা নাও পেতে পারেন তিনি। তাই আমির প্রসঙ্গে নিউজিল্যান্ড হেরাল্ডকে ম্যাককালাম বলেন, ‘তাকে বেনিফিট অব ডাউট দিয়ে আরো একবার সুযোগ দেয়া উচিত। পুনরায় ক্যারিয়ার শুরু করার জন্য তাকে সুযোগ দেয়া যেতে পারে। ‘ঘটনার সময় সে বয়সে খুবই তরুণ ছিল এবং ভালভাবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই সে এসেছে।’ আমির সম্পর্কে কিউই অধিনায়ক আরো বলেন, ‘তরুণ বয়সে একটা ভুল করেছে। ভুলটা তার অতীত এখন সে মাঠে আপনার প্রতিপক্ষ। তাকেতো আইসিসি মেনে নিয়েছে। তবে আপনার সমস্যা কিসের?’ পাকিস্তান দলে আমিরের অন্তর্ভুক্তিকে সমর্থন করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। হোয়াইট বলেন, ‘নিষিদ্ধ হওয়ার সময় সত্যিকারভাবেই আমির বয়সে খুব তরুণ ছিলেন। সে ভুল করেছে আবার এক সময় স্বীকারও করেছে। আইসিসির পুনর্বাসন ও শিক্ষাকার্যক্রম শেষ করেই সে এখানে এসেছে। তার নিউজিল্যান্ড সফর ও এখানে খেলা নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোন সমস্যা নেই।’ ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে