সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:০৭:৫৩

সিডনি টেস্টের প্রাণ কেড়ে নিলো বৃষ্টি

সিডনি টেস্টের প্রাণ কেড়ে নিলো বৃষ্টি

স্পোর্টস ডেস্ক: সিডনি টেস্টের প্রথম দিন দুইবার বৃষ্টি হাঁনা দেয়। ফলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন মাত্র ৭৫ ওভার খেলা হয়। সোমবার টেস্টের দ্বিতীয় দিনও একই ধারা বজায় রাখলো বৃষ্টি। এতে এদিন মাত্র ৬৮ বল খেলা হলো। দিনের শুরুতে খেলা শুরু হয়েছিল বৃষ্টির শঙ্কা নিয়ে। তিন বল খেলা হওয়ার পরই বৃষ্টি বাগড়া দেয়। দীর্ঘ সময় পর বৃষ্টি থামলে ফের মাঠে নামে দুই দল। কিন্তু এদিন ১১.২ ওভারের বেশি খেলা হলো না। ফের বৃষ্টি আসায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে ২৪৮ রান নিয়ে মাঠ ছাড়তে হয়। ৬ উইকেটে ২০৭ রান নিয়ে এদিন মাঠে নামে ক্যারিবীয়রা। ৩৫ রানে অপরাজিত কার্লোস ব্রাথওয়েট এদিন ৬৯ রানে আউট হন। তবে ২৩ রানে অপরাজিত দিনেশ রামদিন ৩০ রানে অপরাজিত থাকেন। সপ্তম উইকেটে তারা যোগ করেন ৮৭ রান। বৃষ্টি হানা দেয়া আগে পর্যন্ত ৮৬ ওভার ২ বলে সফরকারীদের সংগ্রহ দাড়া ৭ উইকেট ২৪৮ রান। উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু’টি অসিরা জেতে ২১২ ও ১৭৭ রানে। এতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। ৪ ডিসেম্বর২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে