মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ০৮:১০:০২

রিকি পন্টিংয়ের কথা শুনলে ভয়ে কাঁপবে ৩৬ রানে গুটিয়ে যাওয়া ভারত

রিকি পন্টিংয়ের কথা শুনলে ভয়ে কাঁপবে ৩৬ রানে গুটিয়ে যাওয়া ভারত

স্পোর্টস ডেস্ক : প্যাট কামিন্স আর জস হ্যাজলউডের আগুন ঝরানো বোলিংয়ে অ্যাডিলেডে মাত্র ৩৬ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয়দের গর্ব, তাদের বিখ্যাত ব্যাটিং লাইনআপ। সামনেই বক্সিং ডে টেস্ট। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এমনিতে ওই টেস্টে ভারতীয় দলে নেই বিরাট কোহলির মতো ব্যাটসম্যান। 

তার সঙ্গে কবজির ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ সামি। যে কারণে ভারত এমনিতেই খর্ব শক্তিতে পরিণত হয়েছে। তার ওপর, মেলবোর্ন টেস্ট নিয়ে ক্রিকেটডটকম.এইউকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং যা বলেছেন, সেটা শুনলে তো ভারতীয়দের হাঁটু কাঁপতে শুরু করবে।

অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে মুগ্ধ রিকি পন্টিং। তিনি মনে করেন, বিরাট কোহলির অনুপস্থিতি কাজে লাগাতে চাইবে অস্ট্রেলিয়া। এ পরিস্থিতি থেকে সিরিজ জেতার গন্ধ এরই মধ্যেই পেতে শুরু করেছেন টিম পেইন। পন্টিং নিশ্চিত, এবার ভারতকে ৪-০ ব্যবধানে হারানোর জন্য ঝাঁপাবে তাঁর দেশের ক্রিকেটাররা।

পন্টিং মনে করেন, অ্যাডিলেডে ৩৬ রানে ইনিংস শেষ হয়ে যাওয়ায় ভারতের আত্মবিশ্বাসে গভীর ক্ষত তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দলকে টেনে তোলার মতো কোনো ক্রিকেটার দলটিতে নেই। কারণ, ভারতের সবচেয়ে বড় তারকা বিরাট কোহালি দেশে ফিরছেন সন্তানসম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পন্টিং বলেছেন, 'প্রথম টেস্টে এভাবে হারের পর গভীর ক্ষত তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। সিরিজ ৪-০ হওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। আশা করি, মেলবোর্ন টেস্টেও মীমাংসা হবে। যদি অস্ট্রেলিয়ার পক্ষে যায়, তাহলে শেষ দুটি টেস্টে ভারত আরো বিপদে পড়তে পারে। সেই জায়গা থেকে ভারত ঘুরে দাঁড়াতে পারবে কি না জানি না।'

কোহালিকে ছাড়া ভারত কিভাবে এই চাপ সামলায় সেটাও দেখতে চান পন্টিং। তাঁর কথায়, 'বিরাট ছাড়া ভারতীয় দল কেমন আচরণ করে সেটাও জানা প্রয়োজন। আমার ধারণা, ভারতের জন্য এই পরীক্ষা সত্যি কঠিন। এই জায়গা থেকে ওদের টেনে তোলার মতো  কেউ নেই।'

প্রথম টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবির পর পন্টিং চান, দলে আরো দুটি পরিবর্তন করুন অজিঙ্কা রাহানেরা। পৃথ্বী শয়ের পরিবর্তে পন্টিং চান শুভমন গিলকে। আর ঋদ্ধিমান সাহার জায়গায় দেখতে চান ঋষভ পন্থকে। পন্টিংয়ের যুক্তি, 'কোহলি না থাকায় ভারতীয় ব্যাটিংয়ে গভীরতা প্রয়োজন। মিডল অর্ডারে তাই ঋষভ বড় ভূমিকা পালন করতে পারে। ওপেনিংয়েও শুভমনের মতো ছন্দে থাকা ব্যাটসম্যানকে খেলানো উচিত। রান করার ফলে ওরা এখন আত্মবিশ্বাসী। সেটাই কাজে লাগানো উচিত ভারতের।'

এর পরই পন্টিং বলেন, 'ভারতীয় দলের বোঝা উচিত, অস্ট্রেলিয়া আর এক ইঞ্চিও জায়গা ছাড়বে না। তাই দলে এমন ক্রিকেটারদের নেওয়া হোক, যাদের মধ্যে আত্মবিশ্বাসের কোনো অভাব নেই।'

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক আরো জানিয়েছেন, "একবার জয়ের গন্ধ পেয়েছে অস্ট্রেলিয়া। তারা এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। তবে ডেভিড ওয়ার্নার ফিরে এলে অস্ট্রেলিয়াও যে দল বাছাই নিয়ে সংকটে পড়বে তা নিয়ে সন্দেহ নেই। কারণ, ওপেনার জো বার্নস ছন্দে ফিরেছেন। ম্যাথু ওয়েড শুরুটা খারাপ করেননি। ওয়ার্নার ফিট হলে নিঃসন্দেহে ওকে দলে নেওয়া উচিত। তখন গ্রিন ও ওয়েডের মধ্যে কোনো একজনকে রাখার সিদ্ধান্ত নিতে হবে। পুকভস্কি ফিট হলেও খেলানো হোক বার্নসকে। এত দিন ওর ছন্দে ফেরার অপেক্ষাই করা হচ্ছিল। এই ছোট কয়েকটি সিদ্ধান্ত ঠিকঠাক নিলেই অস্ট্রেলিয়ার কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভারতের চাপ অনেক বেশি। অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ভাবতে হবে ওদের।' সূত্র : আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে