মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৯:০৩:৩৭

১৮ ইনিংস পর আমলার চমক

১৮ ইনিংস পর আমলার চমক

স্পোর্টস ডেস্ক: ধারাবাহিকতাই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলার ট্রেড মার্ক। কিন্তু গত কয়েক মাস ধরে তা থেকে একেবারে বিচ্ছিন্ন তিনি। ১৮ ইনিংস ধরে কোন ভাবেই তার ব্যাট সফলতার পরিচয় দিচ্ছে না। গত বছরের আগস্টে সেঞ্চুরিয়নে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরি (১২৪) করেছিলেন আমলা। এরপর থেকে আর শতকের ঘরে পৌঁছাতে পারেননি তিনি। এমন কি ফিফটিই করতে পারেননি! তবে অবশেষে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে কথা বললো আমলার ব্যাট। কেপ টাউন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৮টি আন্তর্জাতিক ইনিংস পর এটা তার প্রথম সেঞ্চুরি তো বটেই, পঞ্চাশোর্ধ রানের ইনিংসও। আর ২০১৪ সালের ডিসেম্বরের পর প্রথম টেস্ট সেঞ্চুরি। মঙ্গলবার কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭ রানে ব্যাট করছিলেন আমলা। ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে