মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৩:২৩

কঠোর পরিশ্রমী মুশফিক

কঠোর পরিশ্রমী মুশফিক

স্পোর্টস ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্যাকটিসে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট টিম। মাশরাফি-তাসকিনদের সঙ্গে যোগ দিয়েছেন বেশ কয়েকজন তরুণ উদীয়মান খেলোয়াড়। দলের অনশীলনের বাইরে প্রায়ই আলাদাভাবে প্যাকটিস করেন মুশফিক। গতকালও নিজ উদ্যোগে কয়েকজন সময় কাটিয়েছেন নেটে। ঘণ্টা দুয়েকের ব্যাটিং অনুশীলনের পুরো সময়ই ছিলেন বেশ আক্রমণাত্মক। মুশফিক স্কুপ, রিভার্স সুইপ, সুইচ হিট কিংবা পেরিস্কোপসহ খেললেন বেশ কিছু নতুন শট। এছাড়া ঝালিয়ে নিতে ভুলেননি স্লগ সুইপ, কাট, ড্রাইভ, পুলের মতো নিজের প্রিয় শটগুলোও। মুশফিকের জন্য সবচেয়ে গর্বের বিষয় হলো ২০১৫ সালে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ছিল তারই। ১৮ ওয়ানডেতে ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৫১.১৩ গড়ে রান ৭৬৭। স্ট্রাইক রেট ১০১.৫৮ বলে দেয় বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে কতটা দক্ষ তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট নন তিনি। তাই তো রীতিমত ঘাম ঝরাচ্ছেন বিসিবি মাঠে। অনুশীলন শেষে শটগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইলেন না। তবে এটা স্পষ্ট, শটের ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন মুশফিক, ‘অপশন রাখা ভালো। আমার শক্তিশালী দিক কোনটা, সব প্রতিপক্ষই জানে। এ কারণে নিজের আলাদা পরিকল্পনা থাকা উচিত। শক্তির দিকটা ভেবে তো আর প্রতিপক্ষ বল করবে না। এ কারণেই কিছু বিকল্প রাখা। যখন উপায় থাকবে না, এগুলো কাজে লাগানো যাবে। এ কারণেই বেশি করে অনুশীলন করছি। তথ্যসূত্র : প্রথম আলো ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে