স্পোর্টস ডেস্ক : জবাবটা যেন এভাবেই দিতে হয়! যেভাবে লিটন দাস আজ দিলেন। সেটাও যেন সময়ই নিলেন না উইকেটরক্ষক ব্যাটার। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে দুপুরে বাদ পড়ে রাতেই বিধ্বংসী এক সেঞ্চুরিতে জবাব দিলেন। বিপিএলে প্রথম সেঞ্চুরি করেছেন লিটন।
সেটিও রেকর্ড গড়ে। বাংলাদেশের হয়ে বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। তবে সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম। ৪৪ বলে সেঞ্চুরি করে পাশে বসেছেন ক্রিস গেইলের।
২০১৭ বিপিএলে সমান ৪৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন ‘ইউনিভার্স বস’। সর্বোচ্চ ৫ সেঞ্চুরির মালিক গেইল সেঞ্চুরিটি করেছিলেন খুলনা টাইটানসের বিপক্ষে।
ক্যারিয়ার সেরা ১২৫ রানের অপরাজিত ইনিংস সাজিয়েছেন ১০ চার ও ৯ ছক্কায়। ইনিংসটা অবশ্য ১ রানেই থামতে পারত লিটনের।
বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে ক্যাচ মিস করেন উইকেটরক্ষক আকবর আলী। আরেকবার সেঞ্চুরির পর ১০৪ রানে থামতে পারত। দিনটা যেহেতু তার তাই সে সময়ও জীবন পেয়ে ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি।
তবে ব্যাট হাসলেও লিটনের মুখে হাসি দেখা যায়নি। ব্যাট দিয়ে সব কিছুকে উড়িয়ে দিলেও যেন মনের আকাশের কালো মেঘটাকে সরাতে পারেনি তিনি। তাই হাসতে হাসতে মাঠ ছাড়তে পারেননি ৩০ বছর বয়সী ব্যাটার।