ডি ভিলিয়ার্সের ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এবার টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন।
এই মাইলফলক স্পর্শে ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্টে ৫০ রান প্রয়োজন ছিল তার । তৃতীয় দিনে লাঞ্চের আগেই সেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছান তিনি। তবে শেষ পর্যন্ত ৮৮ রান করে সাজ ঘরে ফেরেন তিনি।
দক্ষিণ আফ্রিকার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৮ হাজার ক্লাবের সদস্য হলেন মারকুটে ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। রানের দিক দিয়ে প্রথমে আছেন দেশটির তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তার রানের সংখ্যা ১৩ হাজার ২০৬ রান। গ্রায়েম স্মিথের রান ৯ হাজার ২৫৩।
ইনিংসের হিসেবে ডি ভিলিয়ার্সের আগে আছেন দক্ষিণ আফ্রিকার কেবল ক্যালিসই। ১৭০ ইনিংসে ৮ হাজার ছুঁয়েছিলেন ক্যালিস, ডি ভিলিয়ার্সের লাগল ১৭২ ইনিংস।
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর