স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ও মারকুটে ব্যাটসম্যান হাশিম আমলার ব্যাটে ছন্দ। ডাবল সেঞ্চুরির পথে হাশিম আমলা। আমলার ঝড়ে প্রতিপক্ষকে জবাব দেয়ায় জন্য এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি বাংলাদেশ ও ভারত সফরে ভালো করতে পারেননি ক্রিকেট বিশ্বের বড় তারকা হাশিম আমলা। ইংল্যান্ড-আফ্রিকার সিরিজে প্রথম টেস্টে হার হাশিম আমলাদের।
দ্বিতীয় টেস্টে আমলার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ১৫৭ রানে অপরাজিত রয়েছেন। ৩ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ৩৫৩ রান।
আমলার সাথে অপরাজিত রয়েছেন ৫১ রান করা ডু প্লেসিস। এর আগে ৮৮ রান করে বিদায় নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। প্রথম ইনিংসে ৬২৯ রান করে ইনিংস ঘোষণা দেয়া ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাও দাঁড় করাচ্ছে রানের পাহাড়।
৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর