মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ১০:৩৩:০৯

৬ মাস ক্রিকেট খেলবেন না মাশরাফি!

৬ মাস ক্রিকেট খেলবেন না মাশরাফি!

স্পোর্টস ডেস্ক: দারুণ ছন্দময় একটি বছর পার করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। বছরটিতে ওয়ানডে-টেস্টসহ ভরপুর টি২০ ম্যাচ খেলেছে টাইগাররা। কিন্তু নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি) টাইগারদের জন্য যে সূচি বরাদ্দ করেছে তা মেনে নিতে অনেকটা কষ্ট হওয়ার কথা ক্রিকেট প্রেমীদের। পুরো ১ বছর আন্তর্জাতিক ওয়ানডে খেলবেন না টাইগাররা! মাশরাফিরা শেষ ওয়ানডে খেলেছেন গত বছর ১১ নভেম্বর, জিম্বাবুয়ের বিপক্ষে। এ বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল ওই সিরিজটি। গত অক্টোবরে অস্ট্রেলিয়া দলের সফর বাতিল হওয়ায় বিসিবি জিম্বাবুয়েকে অতিথি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার জন্য। বাংলাদেশ দলের পরবর্তী ৫০ ওভারের ম্যাচ এ বছর নভেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সাল এভাবেই সাজানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এফটিপি বর্ষপঞ্জি। কিন্তু আরেকটি দুঃখের কথা হচ্ছে ২০১৬ সালে ৬ মাসেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে থাকছেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বর পর্যন্ত সীমিত ওভারের কোনো খেলা নেই বাংলাদেশের। মে মাসের পর ঘরোয়া ক্রিকেটেও সীমিত ওভারের খেলা থাকছে না। মাশরাফি তখন কর্মহীন একজন মানুষ হয়ে পড়তে পারেন। বিষয়টি নিয়ে দৈনিক আলোকিত বাংলাদেশকে তিনি বলেন, ‘সবকিছু এমনভাবে সাজানো যে, বেশি কিছু করার নেই। তবে আশা করব, বিসিবি আমাদের জন্য কিছু ম্যাচের ব্যবস্থা করবে। কারণ, আমরা ভালো ছন্দে আছি। ছন্দটা ধরে রাখতে এবং পয়েন্ট বাড়াতে হলে ম্যাচ লাগবে এবং জিততে হবে। যারা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তারা এটা জানেন এবং সেভাবে চেষ্টাও করছেন নিশ্চয়ই।’ ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে