মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ১১:০২:০৩

অবশেষে ক্ষমা চাইলেন গেইল

অবশেষে ক্ষমা চাইলেন গেইল

স্পোর্টস ডেস্ক: বিগ ব্যাস লিগের ম্যাচ চলাকালীন বিতর্কীত কাণ্ড ঘটিয়েছিলেন ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। আইপিএলের সময় খেলার মাঝপথে যেমন অর্চনা, শিবানিরা চ্যানেলের বুম হাতে ডাগ আউটে বসা খেলোয়াড়দের ইন্টারভিউ করেন, তেমনই এক মহিলা অ্যাঙ্কার বিগ ব্যাসের ম্যাচে ডাগ আউট বসা গেইলকে প্রশ্ন করলেন। ওই নারী অ্যাঙ্কারের প্রশ্নের জবাবে গেইল বলেন, ‘আমি নিজেই তোমার কাছে সাক্ষাৎকার দিতে আসতে চেয়েছিলাম। প্রথমবারের মত তোমার চোখ দেখার জন্য আমি এখানে। এগুলো খুবই সুন্দর। আশা করি আমরা খেলায় জিতে যাব এরপর আমরা একসঙ্গে ড্রিঙ্ক করতেও যেতে পারি। আমার কথায় লজ্জা পেওনা বেবি।’ গেইলের এমন আচরণ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন তিনি নিছক মজা করেই এমন কথা বলেছেন, আবার কেউ বলছেন তার এসব মোটেও উচিত হয়নি। সমালোচনার ঝড়ের মধ্যেই মঙ্গলবার মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেইলের এই ক্ষমাপ্রার্থনা। বলেছেন, ‘আমার মন্তব্যে সাংবাদিক ম্যাকলাফলিন আহত হলে আমি তাঁর কাছে ক্ষমা প্রার্থী। আমি যে মন্তব্য করেছি, তা সম্পূর্ণ মজা করে করা। তাঁকে আঘাত করা বা অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।’ গেইল ম্যাকলাফলিনের সঙ্গে পরে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি চেয়েছিলেন কথা বলে পুরো পুরো বিষয়টি মিটিয়ে ফেলতে, ‘আমি তাঁর সঙ্গে গতরাতে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।’ রেনেগেডসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট কভেন্ট্রি গেইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন, ‘গেইল যে ধরনের মন্তব্য করেছেন, তাতে আমরা সত্যিই দুঃখিত। আমরা ইতিমধ্যেই সাংবাদিক ম্যাকলাফলিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।’ এছাড়া তিনি আরো বলেন, ‘গেইল বিগ ব্যাশের নিয়ম বিধি লঙ্ঘন করেছেন।’ ৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে