বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে মাশরাফিরা, পাপন যা বললেন
পোর্টস ডেস্ক : সিদ্ধান্তটি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর বিরোধীতায় মাঠে নেমেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটাররা কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত।
মাঠ চষে বেরানোর কাজটাও করেছেন মাশরাফি, সাকিব, ইমরুল, রিয়াদরা। বিসিবির প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি মেনে নিতে পারছেন না ক্রিকেটাররা।
বোর্ডের কর্মকর্তাদের যেখানে পাচ্ছেন সেখানেই আলোচনা করছেন ডিবিএলকে সামনে রেখে এই বিষয়টি নিয়ে। কিন্তু কোনো সায় পাচ্ছেন না তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বানিজ্যিক প্রতিষ্ঠানে গিয়েও এই বিষয়ে আলোচনা করেন দলের ক্রিকেটাররা। কিন্তু বিসিবিকে কিছুতেই সরাতে পারছেন না এই সিদ্ধান্ত থেকে।
দলের প্রথম সারির ২৫ জন ক্রিকেটার ওই পদ্ধতির বিরোধীতা করে আসছেন। পাপনের বানিজ্যিক কার্যালয়ে গিয়ে আলোচনা করেও কোনো সাফল্য পায়নি ক্রিকেটাররা।
দলের এক সিনিয়র ক্রিকেটার জানান, প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতির বিষয়ে বিসিবি সভাপতি নতুন কোনো সিদ্ধান্ত নেননি। তবে তিনি জানিয়েছেন, আমাদের জন্য যা করা দরকার সেটাই তিনি করবেন।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর