ফের দাপট দেখিয়ে নজর কাড়লো জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের দিকে দৃষ্টি এখন ক্রিকেট বিশ্বের। জিম্বাবুয়ের উন্থানই নজর কেড়ে নিয়েছে ক্রিকেট বিশ্বের। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে জিম্বাবুয়ে।
এই সিরিজের মাধ্যমেই নতুন করে ভাবতে শিখাচ্ছে দলটি। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমে ২ টি ম্যাচ জিতে এগিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু এরপরে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে।
পরে দুটি ম্যাচে টানা জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এখন ফাইনাল ম্যাচে জয় পাওয়ার জন্য মাঠে নামবে দুই দেশ। ৪র্থ ওয়ানডে ম্যাচে ৬৫ রানে জয় পায় জিম্বাবুয়ে।
সিরিজে এখন ২-২ এ সমতা বিরাজ করছে। সোমবার রাতের ম্যাচে ২২৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৬১ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
ব্যাট হাতে হাফ সেঞ্চুরি পান জিম্বাবুয়ের ওপেনার মুর ও চিবাবা। বল হাতে চিবাবা ৪ টি, জংগুয়ে, চিমা ও মাদজিবা দুটি করে উইকেট পান এদিন। ৬ জানুয়ারি মাঠে গড়াবে (সারজায়) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।
৫ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর