প্রধানমন্ত্রীর সঙ্গে মুশফিকদের সেই সেলফিটি এখন তালিকায় বর্ষসেরা
স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে বিশ্ব ক্রিকেটারদের কোন খেলোয়াড় কত উইকেট পেলেন, কত রান নিলেন। অথবা কে কতটা বাউন্ডারি হাঁকালেন তা নিয়ে এরই মধ্যে জরিপ শেষ করেছে ক্রিকেটেরে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। এবার তারা প্রকাশ করেছে ক্রিকেটারদের বর্ষসেরা দশ সেলফি। মজার ব্যাপার হলো, সেই দশ সেলফিতে ৭ম স্থান পেয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে নাসির-মুশফিকদের হাস্যজ্জল একটি সেলফি।
আসুন দেখে নিই ক্রিকইনফোর সেরা দশ সেলফির তলিকা
১) অল স্টারস ক্রিকেট
২) পাকিস্তানের বিশ্বকাপ সেলফি
৩) এমসিজিতে শচিনের সেলফি
৪) আইপিএল চ্যাম্পিয়ন সেলফি
৫) ধোনির সাথে গেইলের সেলফি
৬) শেহজাদ ও আফ্রিদির সেলফি
৭) প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ দলের সেলফি
৮) ভক্তের সাথে কুকের সেলফি
৯) ভিলিয়ার্সের সাথে স্টেইনের সেলফি
১০) হার্শা ভোগলের ৩৬০ডিগ্রি সেলফি
৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর
�